শীতের রাতে খড়গপুরে একটুকরো ‘উষ্ণতা’ নিয়ে হাজির বিধায়ক হিরণ
‘ভারতরত্ন’ অটল বিহারী বাজপেয়ী-কে স্মরণ, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় শীতের রাতে খড়্গপুরবাসীর কাছে হাজির ‘উষ্ণতা’ নিয়ে। উপহার হিসেবে নিয়ে গেলেন কম্বল। প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর ছিল ‘ভারতরত্ন’ অটল বিহারী বাজপেয়ী-র জন্মবার্ষিকী ছিল। এদিন খড়গপুরে ছিলেন না বিধায়ক। পরদিন শহরে পৌঁছেই একটু অন্যভাবে দিনটি পালন করলেন তিনি।
রবিবার রাত সাড়ে দশটা-এগারোটা নাগাদ পৌঁছে গিয়েছিলেন খড়্গপুর স্টেশন এবং স্টেশন সংলগ্ন বিভিন্ন ফুটপাত গুলিতে। প্রচুর অসহায় মানুষ সেখান ঠান্ডার মধ্যে রাত কাটায়। তাঁদের হাতে তুলে দিলেন একটুরো ‘উষ্ণতা’। এ বিষয় হিরণ বলেন, ‘খড়্গপুর শহর যখন পাঁচ-পাঁচবার জলে ডুবে গেছে, তখনও আপনারা দেখেছেন আমি জলে দাঁড়িয়ে অসহায় মানুষের উদ্দেশ্যে ত্রাণ বিতরণ করেছি। এদিনও, আমরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এই দেশের ‘গর্ব’ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী-র জন্মদিবস উপলক্ষে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালাম’।
অসহায় মানুষেরা প্রচণ্ড ঠান্ডার মধ্যে কষ্টে রাত কাটাচ্ছেন। একথা স্বীকার করে বিধায়ক বলেন, ‘গতকাল ছিল তাঁর (অটল বিহারী বাজপেয়ী) জন্মদিন। তাঁর মতো মহান নেতাকে স্মরণ করেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। আমি অনেকবার এই রাস্তা দিয়ে গেছি, দেখেছি এরা কী রকম কষ্ট করে রাত কাটায়! আর দিনের বেলা এলে এঁদের আপনি পাবেন না। তাই, রাতেই এসেছি। সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি’।
রবিবার পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে দলের সাংসদ তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ খড়্গপুর থেকে বিদায় নেওয়ার পরই শহরে পৌঁছেছেন বিধায়ক হিরণ। বিধায়ক-অভিনেতা জানিয়েছেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায় থাক। আমরা মানুষের পাশে থাকব। সে রাজনীতি থাক বা না থাক’।
For all the latest entertainment News Click Here