শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র ট্রেলার, বিশেষ চমক দিলেন দেব
দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র টিজার। এরপরই ছবির ট্রেলারের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন ভক্তরা। টলিপাড়ার নয়া ‘ব্যোমকেশ’ দেব। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে ছবির ট্রেলার আসার খবর জানালেন দেব।
একই ফ্রেমে ব্যোমকেশ, সত্যবতী এবং অজিত। ছবিতে দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা সত্যবতী এবং অজিতের হাত শক্ত করে ধরে রয়েছেন ব্যোমকেশ। ছবি শেয়ার করে দেব লেখেন, ‘বক্সী অ্যান্ড কোং! শীঘ্রই ট্রেলার আসছে।’ ব্যোমকেশ ও অজিত দুজনেই পরে ধুতি এবং পাঞ্জাবি। অন্যদিকে রুক্মিণী মৈত্র অর্থাৎ সত্যবতীকে দেখা গিয়েছে শাড়িতে। অন্যান্য ব্যোমকেশের থেকে দেবের ব্যোমকেশ অনেকটাই আলাদা। বলা যেতে পারে নতুন এই ব্যোমকেশ খানিকটা আধুনিক সমাজের প্রেক্ষাপটে গবেষণা করে তৈরি হয়েছে। আরও পড়ুন: মীনা কুমারীর বায়োপিক পরিচালনা করছেন ফ্য়াশন ডিজাইনার মণীশ, কতদূর এগিয়েছে ছবির কাজ
ট্রেলারের কথা ঘোষণার পর থেকেই নেটিজেনদের মধ্যে উৎসাহের শেষ নেই। পোস্টের নীচে মশকরা করে এক নেটিজেনের মন্তব্য, ‘ব্যোমকেশের কোনো সন্তান নেই তার জন্য দায়ী কিন্তু শুধুমাত্র অজিত। ব্যোমকেশ সত্যবতী যখনই একটু রোমান্স করতে যাবে, অজিতের তখনই চায়ের নেশা লাগবে’। অপর একজন লিখেছেন, ‘অম্বরিশ এর জন্য খুব ভালো লাগে। ও খুব ভালো দক্ষ অভিনেতা। পরপর সিনেমায় কাজ করছে’। কেউ লিখেছেন, ‘সুপার ডুপার এক্সাইটেড।’ আরেকজন লিখেছেন, ‘তিন জনকেই দারুণ লাগছে’।
আগামী ১১ অগস্ট মুক্তি পাচ্ছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ছবির নাম ভূমিকায় থাকবেন দেব। রুক্মিণী মৈত্রকে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। অজিত হয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। পরিচালকের আসনে রয়েছেন বিরসা দাশগুপ্ত।
‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে মধ্যপ্রদেশ, বোলপুর এবং ঝাড়খন্ডে। একটা বড় অংশের শ্যুটিং হয়েছে মধ্যপ্রদেশে। বলে রাখা ভালো মধ্যপ্রদেশের গড়কুণ্ডা দুর্গে। সিনেমায় তাঁদের চরিত্রের ঝলক দর্শক আগেই দেখেছে। এবার আরও একটি ছবি পোস্ট করলেন দেব।
For all the latest entertainment News Click Here