শীঘ্রই বলিউডে ডেবিউ, পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে নতুন ছবির শ্যুটিং শেষ করলেন জয়া
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ৩৯ বছর বয়সেও যাঁর রূপের ছটায় ঘুম ওড়ে ভক্তদের। একের পর এক হিট সিনেমা দুই বাংলার দর্শকদের উপহার দিয়েছেন তিনি। আগেই জানা গিয়েছিল, হিন্দি ছবিতে অভিনয় করছেন জয়া। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে সদ্য সেই ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী।
‘অন্তহীন’, ‘বুনো হাঁস’, ‘পিঙ্ক’-এর মতো ছবি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। তাঁর পরিচালনায় এই প্রথম পঙ্কজের সঙ্গে নতুন ছবিতে জুটি বাঁধলেন জয়া। শোনা যাচ্ছে, ছবির নাম ‘কড়ক সিং’। এই ছবিতে জয়া ছাড়াও রয়েছেন ‘দিল বেচারা’ খ্যাত সঞ্জনা সাঙ্ঘি। ছবির কিছু অংশের শ্যুটিং কলকাতায়ও হয়েছে। আরও পড়ুন: বয়স হয়েছে, অসুস্থ, ‘এবার অবসর নিতে চাই’, জানালেন ‘ফেলুদা’ অভিনেতা সব্যসাচী
শনিবারই শেষ হয়েছে ছবির শ্যুটিং। সেট থেকে একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন জয়া। অভিনেত্রী পোস্টে লেখেন, ‘আমি ভীষণ খুশি, অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় একটা এত ভালো একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে ধন্য। আমরা অনিরুদ্ধ রায়চৌধুরীকে টনি দা বলে ডাকতেই বেশি পছন্দ করি। গোটা ছবিতে কাজ করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা’।
অভিনেত্রী আরও লিখেছেন, ‘পঙ্কজ ত্রিপাঠি এবং অন্যান্যদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। একজন শিল্পীর শেখার কোনও শেষ নেই। এই গোটা ছবির শ্যুটিংয়ে আমি অনেক কিছু শিখেছি। টিমের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এত সাহায্য করার জন্য। আপনাদের সবার সঙ্গে আবার কাজ করার জন্য মুখিয়ে রয়েছি’।
ছবিটি প্রযোজনা করছে উইজ ফিল্মস। জানা গিয়েছে, ছবিটি ডিটেক্টিভ ঘরানার, যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার গল্প রয়েছে। ছবির গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায়চৌধুরী। নিঃসন্দেহে বলিউডে দারুণ অভিষেক হতে যাচ্ছে জয়ার। তবে ছবির শ্যুটিং শেষ হলেও মুক্তির তারিখ নিয়ে এখনও কিছু জানানো হয়নি নির্মাতাদের তরফে।
For all the latest entertainment News Click Here