শিল্পা কন্যা সামিশার জন্মদিনে চাঁদের হাট, হাজির রানি থেকে করণের যমজ সন্তান, ছবি
মেয়ে সামিশার তিন বছরের জন্মদিনে খুদেদের জন্য পার্টি থ্রো করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। অভিনেত্রী কন্যার জন্মদিন পার্টিতে হাজির হয়েছিলেন বলিউডের একগুচ্ছ তারকা এবং স্টার কিডরা। ভেন্যুর বাইরে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তাঁরা।
এ দিন পার্টিতে ক্যাজুয়াল পোশাকে হাজির হন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। কমলা এবং গোলাপি রঙের টি-শার্টের সঙ্গে ফেডেড ডেনিম এবং সাদা স্নিকার্স পরে দেখা মিলেছে এই বলি অভিনেত্রীর। চশমা পরে হাতে ব্যাগ নিয়েছিলেন তিনি। নিকিতিন ধীর, কৃতিকা সেঙ্গারদেরও সন্তানদের নিয়ে পার্টিতে যোগ দিতে দেখা গিয়েছে। হাজির ছিলেন এষা দেওল। আরও পড়ুন: ‘আদায় কাঁচকলায়’ সম্পর্ক দূরে রেখেই স্বরাকে শুভেচ্ছা কঙ্গনার, উত্তরও পেলেন মিঠে
দুই যমজ সন্তান যশ এবং রুহিকে নিয়ে সামিশার বার্থ ডে পার্টিতে যোগ দেন পরিচালক-প্রযোজক করণ জোহর। পার্টিতে রুহি একটি গোলাপি পোশাক এবং ম্যাচিং জুতো পরে হাজির হয়েছিলেন। যশ একটি রঙিন টি-শার্ট, নীল শর্টস এবং জুতো বেছে নিয়েছেন।
ছেলে লক্ষ্য কাপুরকে নিয়ে হাজির হয়েছেন অভিনেতা তুষার কাপুর। সাদা টি-শার্ট, ধূসর প্যান্ট এবং সাদা জুতো পরে দেখা যায় তুষারকে। লাল টি-শার্ট, ডেনিম এবং কালো জুতো পরে বাবার হাত ধরে হাজির হন লক্ষ্য। আরও পড়ুন: প্রয়াত জনপ্রিয় তামিল কমেডিয়ান-অভিনেতা, বয়স হয়েছিল ৫৭
ছেলে বিহান এবং মেয়ে সামিশার হাত ধরে অনুষ্ঠান স্থলে হাজির হন অভিনেত্রী শিল্পা শেট্টি। কালো টি-শার্ট এবং রঙিন স্কার্ট পরে মেয়ের জন্মদিন পার্টিতে হাজির হন শিল্পা। অফ-হোয়াইট সোয়েটশার্ট, কালো প্যান্ট পরে দেখা মেলে বিহানের। বার্থ ডে গার্ল সামিশার পরনে ছিল বেবি পিঙ্ক রঙের জামা এবং ম্যাচিং জুতো। শিল্পার বোন সামিশাও এ দিন রঙিন পোশাকে পার্টিতে হাজির হন।
২০০৯ সালের নভেম্বরে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শিল্পা শেট্টি। ২০১২ সালে দম্পতির কোল আলো করে আসে ছেলে বিহান। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের মেয়ে সামিশার জন্ম হয়। বুধবার মেয়ে সামিশার জন্মদিনে নেটমাধ্যমের পাতায় একটি আবেগঘন পোস্ট করেছিলেন শিল্পা।
শিল্পাকে শেষবার ‘নিকাম্মা’ ছবিতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে সেই ছবিতে অভিমন্যু দাসানি, শিরলে সেটিয়াও ছিলেন। তাঁকে রোহিত শেট্টির আগামী ছবি এবং প্রথম ওয়েব সিরিজ ‘পুলিশ ফোর্সে’ দেখা যাবে।
For all the latest entertainment News Click Here