শিরোপা ছাড়াই আমি দলের নেতা, নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ওয়ার্নার
রবিবার ডেভিড ওয়ার্নার বলেছেন যে, তাঁর অধিনায়কত্বের উপর থেকে আজীবন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তারকা ব্যাটসম্যান বলেছেন যে এই বিষয়ে কখন দরজা খোলা হবে সেটা বোর্ডের উপর নির্ভর করছে। সাংবাদিক সম্মেলনে ওয়ার্নার বলেন,এটা আসলে এতদিন সামনে আনা হয়নি। বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স সহ বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় ওয়ার্নারের উপর আজীবন নিষেধাজ্ঞার অবসানের আবেদন করেছেন।
আরও পড়ুন… পায়ের চোটে ভুগছিলাম, ওদিকে লোকজন ডিভোর্সের জল্পনা নিয়ে রটনা করলো, ক্ষোভ চাহালের স্ত্রীর
ডেভিড ওয়ার্নার বলেছিলেন,‘যেমন আমি অনেকবার অফ দ্য রেকর্ড বলেছি, এটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা বোর্ডের কাছে রয়েছে। আমি তাদের সঙ্গে বসে এই বিষয়ে একটি সৎ কথোপকথন করতে পারি। ২০১৮ সালে বোর্ড পরিবর্তন হয়েছিল এবং তখন এই সমস্ত নিষেধাজ্ঞাগুলি নিষ্পত্তি করা হয়েছিল। তাদের সঙ্গে যোগাযোগ করা এবং আমরা কোথায় আছি তা দেখাটা দুর্দান্ত হবে।’
আরও পড়ুন… ‘স্যান্ডপেপার’ কান্ডে ব্যানক্রফ্টের থেকে নতুন কোনও তথ্য পেল না ক্রিকেট অস্ট্রেলিয়া!
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিংয়ে ডেভিড ওয়ার্নারের নামও অন্তর্ভুক্ত ছিল। বাকি দুই খেলোয়াড় ছিলেন স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফ্ট। এই ঘটনায় জড়িত থাকার জন্য ওয়ার্নারকে আজীবন অধিনায়কত্বের নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছিল। যেখানে স্টিভ স্মিথকে শুধুমাত্র দুই বছরের জন্য অধিনায়কত্বের পদ থেকে নিষিদ্ধ করা হয়েছিল।যেখানে ক্যামেরন ব্যানক্রফ্টকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।এ ছাড়া অনেক ভক্ত ওয়ার্নারকে তাদের বিবিএল দলের অধিনায়ক দেখতে চান। ওয়ার্নার বলেন,‘আমার অভিজ্ঞতা আছে,আমি যেভাবেই হোক শিরোপা ছাড়াই দলের নেতা।’
For all the latest Sports News Click Here