‘শিরদাঁড়া তোমার নুয়ে পড়েছে সেই কবেই’ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কবিতা ঋদ্ধির
রবিবার, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হল। ‘সেঙ্গল’ হাতে তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ন্যায় এবং স্বাধীনতার প্রতীক হিসেবে মোদীর হাতে এই রাজদণ্ড তুলে দেন তিরুভাভাদুথুরাই মঠের প্রধান মাদুরাই অধিনাম। একদিকে যখন প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করছেন তখন সেখানে অনুপস্থিত রাষ্ট্রপতি, আরেকদিকে বিক্ষোভ প্রতিবাদে সামিল দেশের কুস্তিগিররা। হেনস্থার শিকার হন তাঁরা। অপমানে গঙ্গায় পদক ভাসানোর সিদ্ধান্ত নেন তাঁরা সকলেই। টুইটার, ফেসবুকে গর্জে ওঠেন ভারতীয় অ্যাথলিটরা। আর এই গোটা ঘটনা নিয়ে দেশে চলছে নানা রকমের চর্চা। বহু তারকা ইতিমধ্যেই এই বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ আবার চুপ থেকেছেন। এবার এই বিষয়ে ইনস্টাগ্রামে সরব হলেন ঋদ্ধি সেন।
অভিনেতা ঋদ্ধি সেনকে এর আগেও নানা বিষয় নানা সময়ে সরব হতে দেখা গিয়েছে। বিভিন্ন বিষয়ে তিনি নিজের মতামত জানিয়েছেন। এবার প্রধানমন্ত্রীকে ‘চৌকিদার’ বলে কটাক্ষ করে একটি আস্ত কবিতা লিখে ফেললেন তিনি।
ঋদ্ধির কবিতায় উঠে এল ‘আচ্ছে দিন’ থেকে, ‘বেটি বাঁচাও বেটি ঠ্যাঙাও’ -এর কথা।
অভিনেতা এদিন তাঁর পোস্টে মোদীর ষষ্টাঙ্গে প্রণামের ছবিটি পোস্ট করেন ইনস্টাগ্রামে। তাঁর পাশে সার দিয়ে জড়ো হস্তে দাঁড়িয়ে আছেন সাধু সন্ন্যাসীরা। এই ছবি পোস্ট করে ঋদ্ধি লেখেন, ‘শিরদাঁড়া তোমার নুয়ে পড়েছে সেই কবেই ,ভাঙা কোমর/তোমার মূলের আগেই তুমি নড়বড়ে/তবু তুমি দিব্বি মজবুত এখনও/কারণ আমরা এখন ভোট দিই ফেসবুকে /তোমার ছায়া তোমাকে ছেড়েছে বহু আগে/বাহারি পোশাক , পোশাকি মন , শরীর ঝুঁকে আছে ঠুঁটো স্তব/ তবু তুমিই অমৃত কাল , মিথ্যে গণতন্ত্রের সাজে/ কারণ সত্যের সন্ধান জমজমাট শুধু ফেসবুকে।’
তিনি তাঁর পোস্টে আরও লেখেন, ‘তুমি যেন সদ্যজাত, ইতিহাস ও বর্তমান, সবই অচেনা তোমার কাছে/ তোমার ‘তুমির’ দ্বারে তুমি চৌকিদারই বটে/ তাই চৌকিদারই চাকরি আজ ,আদানির দরবারে/ আমরাও ব্যস্ত খুব, চৌকিদারি ফেসবুকে/ আইসক্রিম হাতে তুমিই ‘আচ্ছে দিন’ ,অলিম্পিকের মশাল/ নাকি সুরে ডাক ছেড়েছো , ‘বেটি বাঁচাও বেটি ঠ্যাঙাও’/ ঘটছে বিকাশ, লাঠির বাড়ি, শ্বাসরোধ রাজপথে/ আমরা শুধু ক্রিকেট দেখি , হ্যাসট্যাগ, দেশপ্রেম ফেসবুকে।’
অভিনেতা এই পোস্ট করার পর অনেকে যেমন তাঁকে সমর্থন করেছেন, অনেকেই আবার বিরোধিতা করেছেন। এক ব্যক্তি তাঁর বিরোধিতা করে লেখেন, ‘রাজ্যের অন্যায়, অবিচারগুলো তো চোখে পড়ে না। তখন কি চোখে কাপড় বাঁধা থাকে?’ আরেক ব্যক্তি লেখেন, ‘চুপ, কেউ খারাপ মন্তব্য করবেন না। এসব না লিখলে পিসি আর বাবা বকবে যে!’
For all the latest entertainment News Click Here