‘শিব ও ধর্ম নিয়ে এ কেমন মজা!’ হরগৌরী পাইস হোটেলের দৃশ্যে চটল নেটপাড়া
‘হে মহাদেব, হে নীলকণ্ঠ এই দুধ জল আমি তোমার উদ্দেশ্যে অর্পণ করলাম। এই দুধ-জল যেন তোমার মাথাতেই গিয়ে পড়ে…’ একথা বলতে বলতেই কাঁদো কাঁদো মুখে বারান্দায় লালপাড় সাদা শাড়ি পরে দাঁড়িয়ে দুধ-জল ঢালতে শুরু করলেন শঙ্করের স্ত্রী ঐশানি। কিন্তু দুধজল কি শিবের মাথায় পড়ল? আজ্ঞে নাহ, পড়ল ঐশানির স্বামী শঙ্করের মাথায়! বউমার এমন কাণ্ডে চোখ কপালে উঠেছে ঐশানির স্বামী মহেশ্বরী ঘোষ সহ পরিবারের অন্যান্যদের।
সম্প্রতি বাংলা ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এর এমনই একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ফেসবুকের পাতায়। আর শিবরাত্রি ও শিবঠাকুর নিয়ে বাংলা ধারাবাহিকের এমন দশ্যে বেশ চটেছেন নেটপাড়ার একাংশ। কেউ লিখেছন, ‘আমাদের ধর্মের ঠাকুর নিয়েই যতো ইয়ার্কি মারা যায় সেটাই দেখছি, অন্য কোনো ধর্ম নিয়ে করলে ওই ঘটের জলের মধ্যেই ডুবিয়ে দিতো।’ কেউ আবার মজা করে বলেছেন, ‘শিব ঠাকুরের এত লেট রিয়াকশন হলো কেনো? আমি তো দেখে আমিও অবাক।’ কেউ বলেছেন, ‘ভাই এটা সিরিয়ালে সম্ভব।’ কেউ প্রশ্ন করেছেন , ‘মহাদেব কি শঙ্কর রূপে জন্ম নিয়েছেন?’ কারোর মন্তব্য ‘ঘটি উল্টে পরলেই বাঁচানো যেত না।’ যিনি ফেসবুকে ভিডিয়োটি শেয়ার করেছেন তিনি বলেছেন, ‘এটা দেখার পর শিব ঠাকুর কী করল কী জানি!’ কারোর কথায় শঙ্করের মাথায় ‘বেলপাতা এক্কেবারে মেপে গিয়ে শঙ্করের মাথাতেই পড়ল!’
যদিও বাংলা ধারাবাহিকের দৃশ্য নিয়ে ট্রোলিংয়ের ঘটনা নতুন নয়। বহু ধারাবাহিকের বহু দৃশ্য নিয়েই নেটপাড়ায় প্রায়ই চলে আলোচনা। কিছুদিন আগেই কে আপন কে পর ধারাবাহিকের অভিনেত্রীর অক্সিজেন মাস্ক লাগিয়ে আদালতে সওয়াল-জবাব নিয়েও কম হাসিঠাট্টা হয়নি নেটপাড়ায়। তার আগেও এমন ঘটনা প্রায়শই ঘটেছে।
এদিকে কিছুদিন আগে এই ধারাবাহিকে শঙ্করে চরিত্রে যিনি অভিনয় করছেন সেই অভিনেতা রাহুল মজুমদারের বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। শোনা যাচ্ছিল, স্ত্রী প্রীতি বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে ভাঙতে বসেছে। যদিও এমন গুঞ্জন ভুয়ো বলেই এড়িয়ে গিয়েছেন রাহুল। তাঁর কথায়, এটা পুরোটাই ‘পুরোটাই রটনা।’
For all the latest entertainment News Click Here