শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে অঞ্জন! হঠাৎ এমন সিদ্ধান্ত? কী জানালেন অভিনেতা
শীতের ছুটিতে এবার বড়পর্দায় ছোট বড় সকলের জন্য উইন্ডোজের তরফে উপহার হিসেবে আসছে দুটো হামি, থুড়ি ‘হামি ২’! এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ‘বেলা বোস’-এর অঞ্জন। কিন্তু তাই বলে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবিতে থাকবেন উনি! বিষয়টা কেমন কেমন না? এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অঞ্জন দত্ত জানান, ‘এটা মোটেই অবাক করার মতো বিষয় নয়। জীবনে আমার সঙ্গে অনেকেরই নানান ভাবে যোগাযোগ থাকে। কিন্তু আমি সেটা বাইরে প্রকাশ করি না। শিবপ্রসাদের সঙ্গে যেমন আমার ওর অভিনয়ের কারণে আলাপ। আমার দ্বিতীয় ধারাবাহিকে ওর দ্বিতীয় অভিনয় ছিল। আমার সঙ্গে ও ‘স্বপ্ন নিয়ে’ বলে একটি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিল। এরপর ওদের জুটির সঙ্গে আমার তখন আলাপ হল যখন ওরা ইটিভির কনটেন্ট বাছার দায়িত্ব পেল। আমাকে দিয়ে ওরা তারপর বেশ কয়েকটা টেলিফিল্ম করিয়েছিল। এরপর কাজের জন্যই মূলত যোগাযোগ থেকে গেছে। এমনই কারও সঙ্গেই আমার তেমন যোগাযোগ থাকে না। ওরও থাকে না। আমরা যে যার মতো ছবি করছি।’ তবে এই প্রসঙ্গে অভিনেতা তথা গায়ক, পরিচালক, অঞ্জন দত্ত জানান ‘এটা ভুল কথা যে আমি মানুষের থেকে দূরে থাকি, সকলের সঙ্গে কাজ করি না বা ইংরেজি ঘেঁষা। হ্যাঁ এটা ঠিক আমি খুব বেছে কাজ করি। খুব বেশি কাজ করিনি। কারণ আমি সব কিছুর সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারি না রিলেট করতে পারি না।’
একই সঙ্গে তিনি জানান তিনি এমন অনেক কাজ পছন্দ করেন যা তিনি হয়তো কখনই করতে পারবেন না। উদাহরণ হিসেবে তিনি বলেন ‘গডফাদার’ তাঁর খুব পছন্দের কিন্তু গ্যাংস্টার ছবিতে তিনি অভিনয় করতে পারবেন না। এর মূল কারণ হিসেবে তিনি বলেন, ‘যা আমি জানি না সেটা আমি করব না। আমি সিরিয়াল কিলার, গ্যাংস্টার নিয়ে অনেক ভালো কাজ দেখতে রাজি, কিন্তু বাস্তবে তাঁরা কেমন হয় আমি জানি না। আর যেটা জানি না সেটা নিয়ে কাজ করব না। জানবেন শুধু গবেষণা দিয়ে ভালো কাজ তৈরি করা যায় না।’
কিন্তু আচমকা তিনি শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে অভিনয় করতে রাজি হলেন কেন? এই বিষয়ে তিনি জানান, ‘আমি এমন অনেকের সঙ্গে কাজ করেছি যাঁদের সব কাজ আমার ভালো লাগে না। আমি হয়তো নিজে সেই কাজ করব না। কিন্তু তাঁরা সফল হলে সেটা আমার ভালো লাগে। আমি হয়তো গোত্র, বেলাশেষে, বা এই ধরনের ছবি করতে পারব না। কিন্তু শিবুর বেলাশেষে সব রেকর্ড ভেঙে দিয়েছিল সেটা তো অস্বীকার করা যায় না তাই না? আমি যেমন ওর মতো ছবি বানাতে পারব না। আমার কোনও সহকর্মীও তেমন বংকানেকশনের মতো ছবির তৈরি করতে পারবে না। যখন আমি দেখি কেউ আমার অভিনেতা সত্তাটাকে চাইছে তখন আমি তার সঙ্গে কাজ করব সে সৃজিত হোক বা শিবু। সৃজিতের সব কাজ আমার মোটেই ভালো লাগে না।’
কিন্তু যাঁর ছবিতে তিনি অভিনয় করলেন, তাঁর কোনও ছবি কি তিনি আদৌ দেখেছেন নাকি স্রেফ তাঁর ভিতরের অভিনেতাকে সেই ছবির পরিচালক চেয়েছেন বলেই অভিনয় করলেন? উত্তরে তিনি জানান যে তিনি শিবপ্রসাদ নন্দিতার একাধিক ছবি দেখেছেন। তাঁর কথায়, ‘ হলে গিয়ে বেলাশেষে দেখেছি। আমি যেদিন গেছিলাম কিছু পর্যটক সেই ছবি দেখতে এসেছিল। অবাক হয়েছিলাম দেখে। এরপর কণ্ঠ দেখে আমি শিবুকে ফোন করেছিলাম, কী ভালো অভিনয় করেছিল। গোত্র দেখেছি নাইজেলের অভিনয় দেখব বলে। অন্যদিকে ইচ্ছে আমার খুব কাছের ছবি।’
আগামী ২৩শে ডিসেম্বর বড়পর্দায় আসতে চলেছে হামি ২। শিবপ্রসাদ-নন্দিতার এই ছবিতে থাকবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, গার্গী রায়চৌধুরী, ব্রত বন্দোপাধ্যায়, প্রমুখ।
কিন্তু বাংলা বিনোদন জগতকে যে পরিচালক এত ভালো ভালো ছবি উপহার দিয়েছেন, এত ভালো ভালো কাজ করেছেন তাঁকে কী পশ্চিমবঙ্গ একটি বেশি হেলাফেলা করে ফেলল না? তেমন কোনও সম্মান দিল না। এটা নিয়ে তাঁর কোনও আক্ষেপ বা কষ্ট নেই? এই বিষয়ে তিনি জানান, ‘একেবারেই এসব মনে হয় না। তবে জাতীয় পুরস্কারটা আরও আগে পেলে ভালো হতো। রঞ্জনার আগেও আমি অনেক ভালো ভালো কাজ করেছি। আমার প্রথম অভিনয়ের জন্য ইতালিতে একটা বড় পুরস্কার পেয়েছিলাম। ফলে সেটা পুষিয়ে গেছে।’
এখন এটাই দেখার পালা শিবপ্রসাদনন্দিতার নির্দেশনায় বড়পর্দায় কেমন ম্যাজিক করেন অঞ্জন দত্ত।
For all the latest entertainment News Click Here