শিগগিরই বাজবে সানাই! সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে নেমন্তন্ন পাবেন না ‘ঘটক’ করণ?
শেরশাহ জুটির রাস্তব জীবনের প্রেম নিয়ে গত কয়েক বছর কম চর্চা হয়নি। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর সেটে নিজেদের সম্পর্কে শিলমোহরও দিয়ে দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ে নিয়ে দুজনকেই চেপে ধরেছিলেন করণ, খানিক যেতে নেমন্তন্নও নিয়ে নিয়েছেন। কিন্তু এবার জানা যাচ্ছে, করণ জোহর তো দূর অস্ত কোনও বলিউড তারকাই নাকি আমন্ত্রণ পাবেন না সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে। কিন্তু প্রশ্ন হল বিয়েটা কবে?
বলিউড লাইফের এক প্রতিবেদন বলছে আগামী বছর এপ্রিলেই নাকি সাত পাক ঘোরবার পরিকল্পনা রয়েছে দুজনের। আর দেরি করতে চান না এই প্রেমিক যুগল! প্রেম নিয়ে কম লুকোছাপা করেননি তাঁরা, যদিও তাঁদের প্রেমের হাল-হাকিকত সবটাই শুরু থেকে জানতেন করণ জোহর। ‘লাস্ট স্টোরিস’ (২০১৮) ব়্যাপ আপ পার্টিতে শুরু এই প্রেমের গল্প। দুজনের মাখামাখো রসায়ন তারপর বি-টাউনের চর্চার বিষয় হয়ে ওঠে।
সূত্রের খবর বিয়ের পরিকল্পনা পুরোপুরি গোপন রাখতে চান সিদ্ধার্থ-কিয়ারা। তারকা জুটির ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ‘দুজনে পরস্পরকে ভালোবাসে, তাঁরা নিশ্চিত বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চায়। করণ জোহরের কফি উইথ করণে সবাই দেখেছে তাঁদের মজবুত বন্ধন, খোলাখুলিভাবে প্রেমের কথা তাঁরা স্বীকার করেছেন কারণ সিদ্ধার্থ-কিয়ারা পরস্পরকে নিয়ে, নিজেদের সম্পর্ককে নিয়ে খুব নিশ্চিত’। আগামী বছর এপ্রিলে দুই-পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে দিল্লিতে বিয়ের পর্ব সারবেন সিদ্ধার্থ। সেই অনুষ্ঠানে কোনও বলিউড তারকাই নাকি আমন্ত্রিত হবেন না। তবে বলিউড বন্ধুদের জন্য ককটেল পার্টি রাখবার পরিকল্পনা রয়েছে দুজনের।
আর সিদ্ধার্থ নিজে কী বলছেন বিয়ে নিয়ে? অভিনেতা জানিয়েছেন, ‘দেখা যাক, আমাকে নিজের ক্যালেন্ডারে চোখ বোলাতে হবে। মনে হয় না বিয়ের ব্যাপারটা গোপন রাখা যাবে, জীবনের এত বড় একটা পদক্ষেপ সবাই তো জানবেই’।
বাকিদের কথা তো জানা নেই! কিন্তু ‘স্টুডেন্ট’ সিদ্ধার্থের বিয়েতে আমন্ত্রণ না পেলে করণের মন যে ভাঙবে তা বলার অপেক্ষা রাখে না। ক্য়াটরিনা-ভিকির বিয়েতে আমন্ত্রিত না থাকায় রীতিমতো বেকায়দায় পড়েছিলেন করণ। দ্বিত
For all the latest entertainment News Click Here