শিখর ধাওয়ানের মতো সেলিব্রেশন করে বিপদের মুখে পাক ক্রিকেটার! দু’বার দিতে হয়েছে জরিমানা
আপনি যদি ক্রিকেটের ভক্ত হন, তবে আপনি অবশ্যই দেখেছেন যে শিখর ধাওয়ান যখন ক্যাচ ধরেন, তখন তিনি একটি বিশেষ ধরণের সেলিব্রেশন করেন। যেমনটা একজন কাবাডি খেলোয়াড়রা করে থাকেন। তবে শিখর ধাওয়ানের মতো সেলিব্রেট করতে দেখা গেল পাকিস্তানের ক্রিকেটারকেও। তবে এই সেলিব্রেশন করে দুবার জরিমানার সম্মুখীন হয়েছে তিনি। হ্যাঁ, পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খান প্রকাশ জানিয়েছেন যে প্রথম-শ্রেণির ক্রিকেটে ধাওয়ানের মতো সেলিব্রেশন করার জন্য তাকে দুবার জরিমানা করা হয়েছে।
অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সফরের আগে করাচির হানিফ মহম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে চলছে পাকিস্তান টেস্ট দলের প্রশিক্ষণ শিবির। সেখানেই এক সাংবাদিক সম্মেলনের সময় সাজিদ খান এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব স্টাইল আছে এবং লোকেরা বলে যে আমি শিখর ধাওয়ানের সেলিব্রেশনকে কপি করি। তবে আমি স্কুল ক্রিকেট থেকে এ রকম ভাবেই সেলিব্রেশন করি। প্রথম-শ্রেণির ক্রিকেটে এই সেলিব্রেশনের জন্য আমাকে দুবার জরিমানা করার পর থেকে আপনারা সবাই এটা জানেন।’
সাজিদ আরও বলেন, তবে এখন সবাই এই সেলিব্রেশনের প্রশংসা করছেন। নিজের ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পেশোয়ারে জন্মগ্রহণকারী এই অফ স্পিনারের লক্ষ্যে প্রত্যেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান থাকবেন। সাজিদ বলেন, ‘আপনি যদি তাদের (অস্ট্রেলিয়া) ব্যাটিং লাইন আপ দেখেন, তাদের উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মারনাস লাবুশানের মতো বিশ্বমানের ব্যাটসম্যান রয়েছেন এবং তারপরে তাদের উইকেটরক্ষক অ্যালেক্স কেরি রয়েছেন। আমি তাদের প্রত্যেককে টার্গেট করব।’
For all the latest Sports News Click Here