শিকাগো আর্ট মিউজিয়ামে স্বামী বিবেকানন্দকে অনন্য শ্রদ্ধার্ঘ্য মনোময়ের
১১ সেপ্টেম্বর ১৮৯৩। এই দিনেই স্বামী বিবেকানন্দ আমেরিকায় শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন, যা আজও সমান প্রাসঙ্গিক। এরপর যুগের পর যুগ প্রচুর ভারতীয় ঐতিহাসিক স্থান শিকাগো আর্ট মিউজিয়াম পরিদর্শনে যান।
পুজোর সময় গানের অনুষ্ঠানের জন্য শিকাগোয় গিয়েছিলেন গায়ক মনোময় ভট্টাচার্য। সেখানে শিকাগো আর্ট মিউজিয়াম পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখান থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। কয়েক মিনিটের ভিডিয়োয় শিহরণ জাগানো অনুভূতির মুহূর্তকে সাক্ষী রেখে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন ক্যামেরার সামনে। ফাঁকা দর্শকাসনের মাঝে দাঁড়িয়ে একটি গান গেয়ে ওঠেন মনোময়।
আরও পড়ুন: Indian Idol 13: ইন্ডিয়ান আইডলের মঞ্চে ড্রিম এন্ট্রি শর্মিলার, ‘মেরে সপনো কি রানি’-তে নাচ নায়িকার
গায়ক নেটমাধ্যমে এই ভিডিয়ো শেয়ার করতেই হু হু করে ভাইরাল। শিকাগোতে (মার্কিন যুক্তরাষ্ট্র) অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ভাষণে বাকরুদ্ধ ছিলে গোটা বিশ্ব। যখনই বিবেকানন্দের কথা বলা হয়, তাঁর বক্তৃতা অবশ্যই আলোচিত হয়।
মনোময় ভট্টাচার্যের শেয়ার করা ভিডিয়োতে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেন। অভিনেতা সাহেব ভট্টাচার্যে কমেন্টে ভালোবাসা উজাড় করেছেন। এক নেটিজের কমেন্টে লিখেছেন, ‘স্বামীজী তো সারা পৃথিবীর মানুষের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত আছেন, থাকবেন। কিন্তু আপনাকেও শ্রদ্ধা জানাই, বিস্ময়ানন্দের রেশটুকু বৃহত্তর মানুষের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ভালো থাকুন। স্বামীজী মহারাজ, শিকাগো আর্ট মিউজিয়াম, আপনার গাওয়া গান, সব কিছু মিলে একটা সুন্দর সকাল পেলাম আমরা। এতোদিন মনোময় ভট্টাচার্য গানের সূত্রেই আমার পরিচিত ছিলেন। এখন আর একটি পরিচয় পেলাম। বহুজনের কথা ভাবার প্রবণতা। আবেগে মন্তব্য সীমা ছাড়িয়ে যাচ্ছে।’ কেউ লিখেছেন, ‘ধন্যবাদ মনোময়দা, দারুন উপস্থাপনা। আপনার সৌজন্যে সেই শিহরণ জাগানো স্থানের দর্শন পেলাম। মনে মনে অনুভব হলো আমিও যেন ওইখানে আপনার সাথেই রয়েছি। অসংখ্য ধন্যবাদ দাদা।’
For all the latest entertainment News Click Here