শাহেনশার অমিতাভের কপি! করণের ফ্যাশন সেন্সকে কটাক্ষ ফারহার, হেসে খুন হৃতিক-আলিয়া
বহু পুরোনো বন্ধু করণ জোহর ও ফারহা খান। দুজনের ‘সেন্স অফ হিউমার’-এর প্রশংসাও সব জায়গায়। দীর্ঘদিন পর দুই বন্ধুর দেখা হলে যা হয় আর কী! পরস্পরকে নিয়ে মশকরা করতে ছাড়লেন না কেউই, আর ফারহা-করণের মজাদার কাণ্ড দেখে হেসেখুন হৃতিক-আলিয়া হল নেটদুনিয়ায় তামাম দর্শক।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ফারহা, সেখানে ঘরের ভিতর জমকালো পোশাকে পাওয়া গেল করণ জোহরকে। ঠিক যেন শাহেনশা ছবির অমিতাভ বচ্চন! পরিচালকের উপর রীতিমতো মুঠোফোনের ক্যামেরা জুম করলেন ফারহা। আশ্চর্যচকিত ভঙ্গিতে ফারহা এরপর বলে উঠেন, ‘ওগো কী! হিরে নাকি? উফ ভগবান, এই শাহেনশা লুকটা’। পালটা জবাবে করণ বলেন, ‘এগুলো হল স্টাডস, তুমি এগুলো সম্পর্কে এক্কেবারেই জানবে না’।
ফারহা ফের খোঁচা দিয়ে বলে উঠেন,’আমি জানতাম কিন্তু বল না, এই খোঁচা খোঁচা জিনিসগুলো কী? ওহ আচ্ছা এইগুলো সেই খোঁচা যা তুমি একমাত্র আমাকে দিয়ে থাকো’। বিরক্তির সুরে এরপর করণ বলেন, ‘ফারহা তুমি বুঝতে পারছো না, এগুলো একধরণের পোশাক, বিশেষভাবে তৈরি করা…’। এরপর ঘরের অন্য প্রান্তে ক্যামেরা ঘুরিয়ে দেন ‘মেয় হু না’ পরিচালক। ঘটনায় অপমানিত করণ বলেন, ‘তবে কি আমি কারুর সঙ্গে কথা বলছি না? আমার কোনও মূল্য নেই?’ ফারহা বিস্ময়ের সঙ্গে জানান, ‘আচ্ছা তুমি এখনও কথা বলছো তার মানে!’ এরপর ফের ক্যামেরা দেওয়ালের দিকে তাক করেন ফারহা।
অপমানিত করণ এরপর রেগে কাঁই হয়ে যান। তাতেও কোনও প্রতিক্রিয়া দেন না ফারহা। করণ নিজের ফ্যাশন নিয়ে ফারহাকে আর কোনও জ্ঞান দিতে চান না, এমন কথা জানিয়ে গটগটিয়ে হেঁটে চলে যান। সেইসয়ম ফারহা বলে উঠেন, ‘আচ্ছা আলমারিতে ফিরত যাচ্ছো?’
আলিয়া থেকে হৃতিক, এই ভিডিয়োতে ‘হা হা’ রি-অ্যাকশন দিয়েছেন। পরীণীতি জানিয়েছেন, হাসতে হাসতে পেটব্যাথা তাঁর। ফারহা-করণ এই ধরণের মজাদার ভিডিয়ো প্রায়ই শেয়ার করে থাকেন।
রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য ফের একসঙ্গে কাজ করছেন কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান এবং পরিচালক-প্রযোজক করণ জোহর। ৯ বছর পর করণের ছবির গান কোরিওগ্রাফ করছেন ফারহা। এই নিয়ে রীতিমতো উত্তেজিত তিনি।
For all the latest entertainment News Click Here