শাহিন, রউফ ও নাসিমের চ্যালেঞ্জ সামলাতে রোহিতের বিশেষ প্রশিক্ষণ! দেখুন সেই ভিডিয়ো
২০২২ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ-এ,ভারত ও পাকিস্তান উভয়কেই একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু করতে হবে। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের তিক্ত স্মৃতি ভুলতে চায় টিম ইন্ডিয়া। এবারের ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাও পাকিস্তানি ফাস্ট বোলারদের মোকাবেলা করার জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।
মেলবোর্নে পৌঁছানোর পর,রোহিত ব্যাটিং অনুশীলনের সময় বাম এবং ডান দ্রুত থ্রো-ডাউন থ্রোকারীদের মুখোমুখি হন। আসলে পাকিস্তানের বাঁহাতি পেসারদের বিরুদ্ধে রোহিত সহ ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের রেকর্ড ভালো নেই। পাকিস্তানের পেস আক্রমণে শাহিন আফ্রিদি,নাসিম শাহ এবং হ্যারিস রউফ রয়েছেন এবং এই ত্রয়ীর বিরুদ্ধে ব্যাট করা যে খুব একটা সহজ নয় সেটা ভালো করেই জানেন রোহিত শর্মা। সেই কারণেই মেলবোর্নে পৌঁছানোর পরেঅনুশীলনের সময় বাম এবং ডান দ্রুত থ্রো-ডাউন থ্রোকারীদের মুখোমুখি হয়েছেন রোহিত শর্মা।
আরও পড়ুন… গ্রীনকে দলে নিতে বড় ঝুঁকি নিতে চলেছে টিম অস্ট্রেলিয়া, নতুন ভূমিকায় দেখা যেতে পারে ওয়ার্নারকে
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের উইকেট চলে গিয়েছিল শাহিন শাহের অ্যাকাউন্টে। এর পরে,রোহিত শর্মার সাম্প্রতিক এশিয়া কাপ ২০২২-এও পাকিস্তানের বিরুদ্ধে কোনও বিশেষ রান করতে সক্ষম হননি।তাই মেলবোর্নে পাকিস্তানের পেস বোলারদের ভালো ভাবে মোকাবেলা করতে এবং দলের জন্য আরও বেশি রান করতে চান রোহিত শর্মা। আফ্রিদি এশিয়া কাপে না খেললেও এখন চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। সেই কারণেই বাড়তি অনুশীলন করছেন ভারতের অধিনায়ক।
আরও পড়ুন… রোহিত-বিরাট-পন্তদের কি এবার ঘরোয়া ক্রিকেটেও খেলতে হবে? BCCI সভাপতির বড় সিদ্ধান্ত
শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভারে তাঁর প্রাণঘাতী বোলিংয়ের জন্য পরিচিত,তাই রোহিতের জন্য রাস্তাটি সহজ মনে হচ্ছে না। কেএল রাহুল এবং বিরাট কোহলি দুজনেই ফর্মে ফিরেছেন,তবে রোহিতের ব্যাট কিছুদিন ধরে তেমন কিছু করতে পারেনি। সেই কারণেই রোহিত শর্মা এখন চাইবেন যেন তিনি এই মেগা ইভেন্টে ফর্মে ফিরে আসেন এবং তার ইনিংসের শক্তিতে টিম ইন্ডিয়াকে শক্তিশালী জায়গায় নিয়ে যান। সেই কারণেই মেলবোর্নে পৌঁছানোর পরেঅনুশীলনের সময় বাম এবং ডান দ্রুত থ্রো-ডাউন থ্রোকারীদের মুখোমুখি হয়েছেন রোহিত শর্মা।
For all the latest Sports News Click Here