শাহরুখ, সলমনদের মতো পারিশ্রমিক পাচ্ছেন? প্রশ্ন শুনে বিস্ফোরক মনোজ বাজপেয়ী
বহুবার, বহু ছবি ও ওয়েব সিরিজে অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। তবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিয়ের পর থেকে সাম্প্রতিক সময়ে বেশি আলোচনায় উঠে এসেছেন মনোজ বাজপেয়ী। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক মনোজ বাজপেয়ী। তাঁর কথায়, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ কাজের জন্য যে পরিমাণ পারিশ্রমিক তাঁর পাওয়া উচিত ছিল, তিনি তা পাননি।
সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ীকে প্রশ্ন করা হয়, দ্য ফ্যামিলি ম্যান-এ তিনি কি শাহরুখ, সলমনদের মতো পারিশ্রমিক পেয়েছেন? আর এমন প্রশ্নেই কিছুটা বিরক্ত মনোজ বাজপেয়ী তাঁর ক্ষোভ উগরে দেন। বলেন, এখানে ‘শ্রম বড়়ই সস্তা’। মনোজ বাজপেয়ী সাফ জানান, ‘আমি শোয়ের জন্য বড় তারকাদের মতো টাকা পাচ্ছি না। এই OTT-র লোকজন বলিউডের নিয়মিত প্রযোজকদের মতোই খারাপ। ওঁরা নাকি বড় তারকাদের অনেক টাকা দেবেন। অথচ, ফ্যামিলি ম্যান-এর জন্য যে টাকা আমার পাওয়া উচিত তা আমি পাইনি। এখনই যদি কোনও বিদেশি শ্বেতাঙ্গ অভিনেতা আসেন, তাহলে ওঁরা অনেক টাকা ঢালতে রাজি হয়ে যাবেন। চীনে যেমন ব্র্যান্ডের কারখানা আছে বলে ওখানে শ্রমের কোনও দাম নেই, তেমনই এখানে শ্রমের কোনও দাম নেই। একই জায়গায় যদি, জ্যাক রায়ান অভিনেতারা এসে কাজ করতেন, তখন দেখতাম অনেক টাকা দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন-‘কখনও কোনও লবিতে ছিলাম না, তাই যৌন হেনস্থার ঘটনাতেও কাউকে পাশে পাইনি’, ফের সরব স্বস্তিকা
আরও পড়ুন-শাহরুখের সাফল্যে ঈর্ষা হয় না একটুও, কারণ ওঁকে একদিন সব হারাতেও দেখেছি: মনোজ বাজপেয়ী
আরও পড়ুন-শাহরুখের থেকে মিলেছে উপহার, বাঙালি কন্যে সঞ্জিতা বলছেন, ‘মনে হচ্ছে, স্বপ্ন দেখছি..’
মনোজ বাজপেয়ীর কথায়, ‘গালি গুলিয়াঁ’ এবং ‘ভোঁসলে’র মতো ছবিতে কাজ করে কেউ প্রচুর টাকা রোজগার করতে পারেন না।
প্রসঙ্গত, রাজ ও ডিকে-এর দ্য ফ্যামিলি ম্যান-এ মনোজ বাজপেয়ীকে মুখ্য ভূমিকায় একজন গোপন গুপ্তচর হিসাবে দেখা গিয়েছে। এই সিরিজের দুটি সিজনই সফল। আমাজন প্রাইম ভিডিওর এই শোটি সম্প্তি IMDb-এর তালিকায় জনপ্রিয় শোগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। সামান্থা রুথ প্রভু, প্রিয়া মণি, শারদ কেলকার এবং গুল পানাগও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
সম্প্রতি মনোজ বাজপেয়ী ZEE5 অরিজিনাল ফিল্ম, শির্ফ এক বান্দা কাফি হ্যায়-এর জন্য প্রশংসিত হচ্ছেন। সেখানে তিনি একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। যিনি কিনা একজন নাবালিকাকে ধর্ষণের ঘটনায় একজন স্বঘোষিত গডম্যানের বিরুদ্ধে লড়াই করছেছেন। খুব শীঘ্রই তাঁকে জোরাম এবং ডেসপ্যাচ-ছবিতে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here