শাহরুখ নন, ‘জওয়ান’-এ গৌরী-আব্রামের মন কেড়েছে অন্যরা, ফাঁস করলেন কিং খান
সোমবার প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের আসন্ন ছবি ‘জওয়ান’-এর প্রিভিউ। ‘পাঠান’-এর পর বক্স অফিসে ফের কিং খান ম্যাজিকের অপেক্ষায় ভক্তরা। ছবির ঝলক দেখে দর্শকরা ভারি কনফিউজ। অ্যাটলির এই ছবিতে শাহরুখ হিরো নাকি ভিলেন? সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সকলের মনে। জল্পনা জিইয়ে রেখেছে গোটা টিম। এর মাঝেই বৃহস্পতিবার টুইটারে ভক্তদের সঙ্গে আড্ডা জমালেন শাহরুখ। ‘জওয়ান’ নিয়ে দিলেন একাধিক প্রশ্নের উত্তর। তবে গোপন কথাটি গোপনই রাখলেন।
এক ভক্ত শাহরুখের কাছে জানতে চায়, ‘জওয়ান’-এর প্রিভিউ নিয়ে গৌরী খানের প্রতিক্রিয়া? নায়ক জানান, তাঁর চেয়ে বেশি বউয়ের নজর কেড়েছেন অন্যরা। টুইটারে শাহরুখ লেখেন- ‘গৌরীর এটা দেখে ভালো লেগেছে যে নারীরা ক্ষমতাশালী তা জওয়ান ছবিতে উঠে এসেছে’। অ্যাটলির এই ছবিতে প্রমিলা ব্রিগেডের পাওয়ার নিঃসন্দেহে ফুটে উঠবে। জওয়ান-এর স্টারকাস্টে রয়েছেন নয়নতারা, সানিয়া মালহোত্রা, রিদ্ধি ডোগরা, প্রিয়মণি, সঞ্জিদা ভট্টাচার্যরা। ছবিতে শাহরুখের মায়ের চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন। ছবির প্রিভিউতে দীপিকার অ্যাকশন প্যাক অবতার মুগ্ধ করেছে।
অন্যদিকে ৯ বছরের আব্রামের এই ছবির মিউজিক খুব ভালো লেগেছে তাও ফাঁস করেন শাহরুখ। তারকার এক জবরা ফ্যান প্রশ্ন রাখে, ‘আব্রাহ জওয়ানের প্রিভিউ দেখে কী বলল?’ শাহরুখ জানান- ‘ওর অনিরুদ্ধের দেওয়া মিউজিক খুব ভালো লেগেছে। বিশেষত শিস দেওয়ার অংশটুকু’।
‘পাঠান’-এর পর এই ছবিতে মারকাটারি অ্যাকশন মুডে পাওয়া যাবে শাহরুখকে। বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন নায়ক। ছবির পছন্দের অ্যাকশন দৃশ্যের কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ট্রাকের যে অ্যাকশন দৃশ্যটি যা স্পাইরালের সাহায্যে শ্য়ুট করা হয়েছে। কিন্তু এটা আমার ব্যক্তিগত পছন্দ, তোমার অন্যকিছুও মনে হতে পারে’।
পাশাপাশি এদিন প্রশ্নোত্তর পর্বের মাঝেই শাহরুখ নিশ্চিত করেন ‘জওয়ান’ ছবিতেও থাকছে অরিজিৎ সিং-এর গান। সুখবর দিয়ে শাহরুখ বলেন-‘একদম, যেখানে আমি সেখানে অরিজিৎ দাদা তো থাকবেনই!’ এদিন ‘জওয়ান’-এর নতুন পোস্টারও প্রকাশ্যে আনেন কিং খান। সঙ্গে জানান খুব শীঘ্রই সিনেমা হলে দেখা হবে ভক্তদের সঙ্গে। জানা গিয়েছে, এই মুহূর্তে ‘জওয়ান’-এর একটি স্পেশ্যাল গানের শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ। মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতেই চলছে শ্যুটিংয়ের কাজ। ভিডিয়োয় সুপারস্টারের সঙ্গী হবেন নায়িকা নয়নতারা, সানিয়া মালহোত্রা-সহ ছবির পুরো গার্ল গ্যাং। অনিরুদ্ধের কম্পোজ করা এই গান কোরিওগ্রাফ করছেন বৈভবী মার্চেন্ট।
এখনও পর্যন্ত চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল ভারতীয় ছবি শাহরুখ খানের ‘পাঠান’, যা বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে। এবার পালা ‘জওয়ান’-এর। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। হিন্দি ছাড়া আরও তামিল, তেলুগু, মালায়ালি ভাষায় মুক্তি পাবে।
For all the latest entertainment News Click Here