শাহরুখ-গৌরী একা নন, তাঁদের মধুচন্দ্রিমায় গিয়েছিল রাজু বন গয়া জেন্টলম্যানের টিম
শাহরুখ-গৌরীর আলাপ দিল্লিতে। তখনও তিনি কিং খান হননি, মুম্বই এসে পৌঁছোননি। সেটা ছিল ১৯৮৪ সাল। একসময় চুটিয়ে প্রেম করার পর ১৯৯১ সালে ২৫ অক্টোবর বিয়ে করে ফেলেন শাহরুখ-গৌরী। তখনও শাহরুখ বলিউড ‘বাদশা’ হয়ে ওঠেননি। তারপর প্রায় তিন দশক পার হয়েছে জীবনের নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে একসঙ্গেই রয়েছেন তাঁরা। এই প্রেম কাহিনী অনেকেই জানেন।
তবে অনেকেই হয়ত জানেন না শাহরুখ যখন গৌরীকে বিয়ে করেন, তখন শাহরুখ ‘রাজু বন গয়া জেন্টলম্যান-এর শ্যুটিং করছিলেন। শাহরুখ-গৌরী মধুচন্দ্রিমা কাটাতে এসেছিলেন এই বাংলারই পাহাড়ি শহরে। তাঁদের মধুচন্দ্রিমা কেটেছে দার্জিলিঙে। কিন্তু তাও আবার পুরো সিনেমার টিম নিয়ে। সম্প্রতি সেকথাই উঠে এসেছে বিবেক ভাসওয়ানির টুইটে।
বিবেক ভাসওয়ানি টুইটে শাহরুখ-গৌরীর মধুচন্দ্রিমার ছবি পোস্ট করে লেখেন, ‘দার্জিলিঙে মধুচন্দ্রিমা যখন রাজু বন গেল জেন্টলম্যানের প্রথম একটি গানের শ্যুট হচ্ছিল। আমরা দিল্লি গেলাম, সেখানেই বিয়ে হল। তারপর সেখান থেকে বর-কনেকে নিয়ে সোজা দার্জিলিং। কনেকে নিয়েই গেলাম শ্যুটিং করতে।’
আরও পড়ুন-‘সম্মান ভীষণই মূল্যবান পুরস্কার, সস্তার লোকজনের থেকে সেটা আশা করা যায় না’! কেন লিখলেন অনুপম খের?
এর আগে ছবির সহকারী পরিচালক মনোজ লালওয়ানি এক সাক্ষাৎকারে বলেন, শাহরুখ-গৌরীর মধুচন্দ্রিমার টাকা দিয়েছিলেন ছবির প্রযোজকরা। তিনি বলেন, সেসময় দার্জিলিংয়ে ভীষণ ঠাণ্ডা। কিন্তু শাহরুখ-গৌরীর ঘরে রুম হিটার ছিল না। তাঁর ঘরে ছিল, তিনি সেটাই শাহরুখ-গৌরীকে দিয়ে দেন। প্রসঙ্গত, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, জুহি চাওলা, অমৃতা সিং এবং নানা পাটেকর।
For all the latest entertainment News Click Here