‘শাহরুখ-আমির ওল্ড স্কুল, আমি নই!’ বিগ বস ওটিটির মঞ্চে মশকরা সলমনের
‘বিগ বস ওটিটি’ -র দ্বিতীয় সিজন, ‘বিগ বস ওটিটি ২’ শুরু হল সদ্যই। আর সেই অনুষ্ঠানের প্রিমিয়ারে ভাইজানকে একদম অন্য মেজাজে দেখা গেল। এদিন তিনি মশকরা করতে করতেই জানিয়ে দেন, তাঁর সহসাময়িক দুই অভিনেতা শাহরুখ খান এবং আমির খান ওল্ড স্কুল হলেও তিনি কিন্তু মোটেই সেরা নন।
এই শোয়ের প্রথম দিনের পর্বে এবারের অন্যতম প্রতিযোগী জিয়া শঙ্কর স্টেজে এসেই ভাইজানকে ‘ওল্ড স্কুল’ বলেন। আর এটা শুনেই কপট রাগ করেন তিনি। তারপর মজা করে উত্তর দেন তাঁর দুই বন্ধু আমির এবং শাহরুখ ওল্ড স্কুল হতে পারে কিন্তু তিনি? নৈব নৈব চ!
বলিউডের তিন খান, শাহরুখ, সলমন এবং আমির তিনজনই এই বিনোদন জগতে মাত্র কয়েক বছরের ব্যবধানে পা রেখেছিলেন। তারপর সময়ের সঙ্গে সঙ্গে তিনজনই নিজেদের জায়গা পাকা করে ফেলেন এই ইন্ডাস্ট্রিতে। পরিচিতি পান। আজ তাঁদের বিশ্ব জোড়া খ্যাতি। বহু ভক্ত তাঁদের দেশে বিদেশে ছড়িয়ে। গত তিন দশক ধরে তাঁরা এক প্রকার বলিউডে রাজ করে চলেছেন।
সলমন খান ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’র মাধ্যমে ডেবিউ সারেন। ‘দিওয়ানা’ ছবির হাত ধরে ১৯৯২ সালে সিনে জগতে পা রাখেন শাহরুখ। এর বেশ কিছু বছর আগেই ১৯৮৫ সালে ‘হোলি’ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন আমির।
শাহরুখ এবং সলমন একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ইত্যাদি। তাঁদের সম্প্রতি ‘পাঠান’ ছবিতে দেখা গিয়েছে। আগামীতে ‘টাইগার ৩’-তে দেখা যাবে বলেই শোনা যাচ্ছে। অন্যদিকে আমিরের সঙ্গে ভাইজান ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে কাজ করেছেন।
প্রসঙ্গত শনিবার, ১৭ জুন থেকে শুরু হল ‘বিগ বস ওটিটি ২’। ‘বিগ বস’ এমনিতেই ভীষণ জনপ্রিয় একটি শো। কালার্স টিভিতে এটি অনুষ্ঠিত হয়। তবে সদ্যই এটা ওটিটি মাধ্যমে আলাদা করে চালু হয়েছে। ‘বিগ বস ওটিটি ১’-এর সঞ্চালক ছিলেন করণ জোহর। এবার সিজন ২-তে তাঁকে সরিয়ে বিগ বসের সঞ্চালক খোদ সলমন খান এলেন। এই শোয়ের মাধ্যমেই তিনি তাঁর ওটিটি ডেবিউ সারলেন।
For all the latest entertainment News Click Here