শাহরুখের সঙ্গে ছবি হিট করেনি, পরে কিং খানের থেকে কেমন ব্যবহার পেয়েছেন মহেশ ভাট
আশি নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম সেরা পরিচালক ছিলেন মহেশ ভাট। এই পর্যায়েই তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করেছিলেন। তখন বলিউডে সদ্য সদ্য স্টারডম পেতে শুরু করেন শাহরুখ। দুজনেরই সফল ট্র্যাক রেকর্ড থাকা সত্ত্বেও, তাঁদের একসঙ্গে দুটি ছবি ডুপ্লিকেট এবং চাহাত- অসফল হয়েছিল বক্স অফিসে।
একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে, মহেশ স্মরণ করেছিলেন তাঁর ‘সরিয়ে রাখার মতো পারফরম্যান্স’ থাকা সত্ত্বেও, শাহরুখ সর্বদা তাঁর পাশে ছিলেন। এক সংবাদমাধ্য়মকে মহেশ বলেন, ‘আমিই একমাত্র মানুষ যে শাহরুখ খানের সঙ্গে দুটি খারাপ ছবি করেছি। যদিও এটা নিজেদের মধ্যেকার ব্যাপার এবং আমি শাহরুখকে ভালোবাসি, দুর্দান্ত ব্যক্তিত্ব। আমার সরিয়ে রাখার মতো পারফরম্যান্স থাকা সত্ত্বেও, ও আমার সঙ্গে একজন রাজার মতো আচরণ করেছিল। একজন রাজা অন্য ব্যক্তির সঙ্গেও রাজার মতো আচরণ করে। আমি সর্বদা ওর কাছে কৃতজ্ঞ থাকব।’ আরও পড়ুন: ২০০০ সালের পরেই বলিউডে নেপোটিজম এসেছে! বিস্ফোরক মন্তব্য বিবেক আগ্নিহোত্রীর
শাহরুখ খানের উদার প্রকৃতি নিয়েও কথা বলেছিলেন মহেশ ভাট। তাঁর মধ্যে অভিনয় সত্ত্বাটা এমন, ‘যানবাহন যার উপর ব্যক্তিটি দাঁড়িয়ে আছে’। তিনি বলেন, ‘আপনি এমন মানুষকে দেখতে পাবেন। তার মধ্যে অভিনেতা সত্ত্বা স্পষ্টই বোঝা যায়, সে কোনও যানবাবহনের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু আমি তার হৃদস্পন্দন শুনেছি। ওর ভিতরকার মানুষটা অনেক বড়। একজন অত্যন্ত উদার, সাহসী, মহান ব্যক্তিত্ব।’
For all the latest entertainment News Click Here