শাহরুখের মন্নতের ২৫ লাখ টাকার নেমপ্লেট গায়েব! জানুন কোথায়-কেন সরিয়ে দেওয়া হয়েছে
গত মাসেই নিজের বান্দ্রার বাংলো ‘মন্নত’-এর নেমপ্লেট বদলেছিলেন শাহরুখ খান। সেই সময় শাহরুখ খানের ভক্তরাই ব্যাপারটা নজরে এনেছিল। টুইটারে ট্রেন্ড করছিল শাহরুখের ‘স্বপ্নের বাড়ি’! তবে নতুন আনা সেই নেমপ্লেট হঠাৎ গায়েব হয়ে গিয়েছে। এর আগে নেমপ্লেট ছাড়া ‘মন্নত’ কখনও দেখা যায়নি।
এবারেও নেমপ্লেট গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা নজের এনেন কিং খানের ভক্তরাই। আসলে শাহরুখকে না পেলেও, তাঁর বাংলোর সামনে দাঁড়িয়ে নেমপ্লেটের সঙ্গে সেলফি তোলার ব্যাপরটা চলতেই থাকে। প্রথমে ব্যাপারটা নজরে আসে ১২ মে। এক ভক্ত লেখেন, ‘আমি এই প্রথম মুম্বই গেলাম। শাহরুখ খানের বাড়ির সামনে ছবি তুলতে গিয়ে দেখি মন্নত নেমপ্লেটটাই নেই। প্রথমে ভাবলাম কোনও মেরামতির কাজ চলছে হয়তো!’ এরকম আরও টুইট শেয়ার হয়েছে। এখনও পর্যন্ত সেই নেমপ্লেটের দেখা পাওয়া যায়নি বলেই খবর। আরও পড়ুন: KRK-র বায়োপিক নিয়ে টুইট অভিষেকের, ‘সবাই ভালো থাকবেন’! নেটপাড়া বলল, হেবি চেটেছে
তবে এতে ভয় পাওয়ার মতে কিছু নেই। Hindustan Times City-র খবর অনুসারে, আসলে নেমপ্লেটে মেরামতির কাজ চলছে। তাই ওটাকে রাখা হয়েছে বাংলোর বাগানে। একবার ঠিক হয়ে গেলে ফের সেটাকে বাংলোর বাইরে লাগিয়ে দেওয়া হবে।
এই নেমপ্লেটখানা লাগানোর পরেই জানা গিয়েছিল শাহরুখ-পত্নী গৌরী খান, যিনি একজন বিখ্যাত ডিজাইনার তিনিই বিশেষজ্ঞদের সাথে বসে এটার ডিজাইন করেছেন। গৌরী চেয়েছিলেন এমন একটা লুক যা খুব ক্লাসি হবে ও খান পরিবারের স্বাদকে একদম ঠিকভাবে ফুটিয়ে তুলবে। আর এই নতুন নেমপ্লেট বানাতে খরচ হয়েছে ২০-২৫ লাখ টাকা।
For all the latest entertainment News Click Here