শাহরুখের পরিবারের অদেখা ছবি ফাঁস, ‘আমাদের পাঠান পরিবার’ মন্তব্য ভক্তদের
শাহরুখ খান এবং তাঁর পরিবারের একটি অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। তাঁর ফ্যান পেজ থেকে সেই ছবি শেয়ার করা হয়েছে। এই ছবিটি আদতে কিং খানের একটি ফ্যামিলি ফটোশ্যুটের ছবি। এই ছবিতে ‘পাঠান’কে তাঁর স্ত্রী গৌরী খান, দুই আব্রাম এবং আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে দেখা যাচ্ছে। তাঁরা সকলেই ম্যাচ করে সাদা কলোর মিশেলে পোশাক পরে রয়েছেন এখানে। এছাড়া শাহরুখ এবং তাঁর বড় ছেলে আরিয়ানের একাধিক ছবিও ভাইরাল হয়েছে যেখানে তাঁদের যমজ বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল হওয়া একটি ছবিতে শাহরুখ এবং তাঁর গোটা পরিবারকে নীল, সাদা পোশাকে দেখা যায়। তাঁরা সকলেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। শাহরুখ আর আব্রাম সেখানে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। অন্যদিকে সুহানা আর আরিয়ান তাঁদের পুঁচকে ভাইটিকে দেখে হাসছেন। গোটা পরিবারকেই একদম চোখ ধাঁধানো লুকে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা যায়।
এক ব্যক্তি শাহরুখের ভাইরাল হওয়া এই ছবিতে লেখেন, ‘ফ্যামিলি ভাইব।’ আরেক ব্যক্তি লেখেন, ‘আমাদের পাঠান ফ্যামিলি’।
আরও একটি ছবি যা প্রকাশ্যে এসেছে সেখানে শাহরুখ এবং আরিয়ানকে অলিভ গ্রিন জ্যাকেটে দেখা গিয়েছে। তাঁরা একসঙ্গে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। এই ছবিতে এক ব্যক্তি লেখেন, ‘রাজা এবং রাজপুত্র!’ আরেক ব্যক্তি লেখেন, ‘কী দারুণ ছবি!’ অন্য এক নেট নাগরিকের মতে আরিয়ান তাঁর বাবার ‘জেরক্স’ কপি!
১৯৯১ সালে গাঁটছড়া বাঁধেন শাহরুখ এবং গৌরী খান। তাঁদের তিন সন্তান হলেন আরিয়ান, সুহানা এবং আব্রাম। সুহানা বলিউডে ডেবিউ করতে চলেছেন। তাঁকে জোয়া আখতারের দ্য আর্চিজ ছবিতে দেখা যাবে। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই বছর। অন্যদিকে আরিয়ান ক্যামেরার সামনে নয়, পর্দার পিছনে ডেবিউ করতে চলেছেন পরিচালক হিসেবে।
আগামীতে শাহরুখের একাধিক ছবি মুক্তি পেতে চলেছে। তাঁর ছবি পাঠান গত জানুয়ারিতে মুক্তি পাওয়ার পর বড়পর্দায় ঝড় তুলেছিল। এবার ডাঙ্কি এবং জওয়ান মুক্তি পাবে শীঘ্রই।
For all the latest entertainment News Click Here