শাহরুখের নাইট রাইডার্স ফের লাস্ট বয়! CPL, ILT20 র পরে MLC তেও ব্যর্থ নারিনরা
লাস্ট বয় নাইট রাইডার্স। বাইশ গজে যেন এই তকমাটাই লেগে গিয়েছে শাহরুখের দলের গায়ে। আর হবে নাই বা কেন। একটি টুর্নামেন্ট যেখানে মাত্র ছয়টি দল অংশগ্রহণ করেছে, যেখানে ছয় দলের মধ্যে প্রথম চারে থাকলেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে, সেখানেও লাস্ট বয় হয়ে টুর্নামেন্টের গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার পরে নাইট ভক্তরাও হতাশার সমুদ্রে ডুবেছে। আসলে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স মেজর লিগ ক্রিকেটে গ্রুপ লিগে নিজেদের পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে। এরফলে গ্রুপের একেবারে শেষে থেকে শেষ করেছে সুনীল নারিনের দল।
টুর্নামেন্টের গ্রুপ লিগে প্রথমে টেক্সাস সুপার কিংসের বিরুদ্ধে ৬৯ রানে হেরেছিল নাইট রাইডার্স। এরপরে এমআই নিউ ইয়র্কের কাছে ১০৫ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। তারপরে নাইটদের বিরুদ্ধে ২১ রানে জিতেছিল সান ফ্রান্সিসকো ইউনিকন। এরপরে ওয়াশিংটন ফ্রিডম ৬ উইকেটে নাইটদের হারিয়েছিল। তবে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে জয়ের মুখ দেখে শাহরুখ খানের দল। তারা সিটেল অর্কাসকে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয়ের স্বাদ পায়। তবে এরপরে আর পরের রাউন্ডে উঠতে পারেনি নারিন, রাসেলরা।
এই জয়ের ফলে গ্রুপ লিগে পাঁচ ম্যাচের শেষে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে লাস্টে শেষ করে নাইট রাইডার্স। তাদর নেট রান রেট -২.০২৮। তবে এটাই প্রথম নয়, এর আগেও চলতি মরশুমে বহু টুর্নামেন্টে লাস্ট বয় হিসাবেই শেষ করেছে নাইট রাইডার্স। শুধু দেশের লিগের নামটাই আলাদা। ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে নাইট রাইডার্সের নাম ত্রিনিদাদ নাইট রাইডার্স। তারাও লাস্ট বয় হয়েছিল। ইন্টারন্যাশানাল টি টোয়েন্টি লিগ যেটি আবু ধাবিতে অনুষ্ঠিত হয়েছিল, তাতেও লাস্ট বয় হয়েছিল নাইট রাইডার্স। তবে আইপিএল-এ সপ্তম স্থানে ছিল শাহরুখের দল। কিন্তু মেজর লিগ ক্রিকেটে আবারও লাস্ট বয় হল নাইট রাইডার্স।
এমন আবহে দলের ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতেই পারে। প্রথমেই সুনীল নারিন ও আন্দ্র রাসেলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে। কারণ তাঁরা নিয়মতি নাইটদের হয়ে প্রায় সবকটি ম্যাচ খেলছেন এবং সবকটি ম্যাচেই প্রায় খারাপ পারফরমেন্স করছেন। এরফলে নাইট দলে এই দুই তারকার ভবিষ্যত নিয়ে এখন থেকেই প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।এখন দেখার ভবিষ্যতের কথা মাথায় রেখে শাহরুখ খান দলে কোনও পরিবর্তন করে কিনা। কারণ এমন ব্যর্থতা টানা চললে দলের উপর খারাপ প্রভাব পড়তে পারে।
For all the latest Sports News Click Here