শাহরুখের ছবির নাম কি ‘গাধা’? কোন অর্থ রয়েছে ‘ডাঙ্কি’র আড়ালে? জানালেন কিং খানই
শাহরুখ খান সম্প্রতি তাঁর আগামী ছবি ‘ডাঙ্কি’র অর্থ কী সেটা সকলকে ব্যাখ্যা করে জানালেন। সাক্ষাৎকারে কী জানালেন অভিনেতা? তাঁর কথায় ‘ডাঙ্কি’ ছবিটি সেই মানুষদের গল্প দেখাবে যাঁরা বাড়ি ফিরে আসতে চায়। সৌদি আরবের সম্প্রতি এই ছবির শ্যুটিং শেষ হয়েছে। তবে এখনও পর্যন্ত রাজকুমার হিরানির এই ছবির বিষয়ে তেমন কিছুই জানা যায়নি, যদিও কিং খান তাঁর মতো করে ছবিটির ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।
রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথমবার শাহরুখ খান কাজ করতে চলেছেন। এই ছবিতে তাঁর বিপরীতে তাপসী পান্নুকে অভিনয় করতে দেখা যাবে। রাজকুমার হিরানির সঙ্গে এটা যে তাঁর প্রথম কাজ সেটাই শুধু নয়, এই ছবিতে তিনি প্রথমবারের জন্য তাপসী পান্নুর সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন। বৃহস্পতিবার তিনি সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন। আর সেখানেই একটি সাক্ষাৎকারে তিনি ডাঙ্কি ছবিটিকে নিয়ে নানান বিষয় জানান।
ডেডলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘ইংরেজিতে এই ছবির নামকরণ করা হলে ছবিটির নাম নির্ঘাত ডাঙ্কি (গাধা) হতো। আসলে ভারতীয়দের উচ্চারণ একটু আলাদা, মূলত পাঞ্জাবিরা একটু অন্যরকম ভাবে উচ্চারণ করেন তাই গাধার বদলে ডাঙ্কি হয়েছে। এই ছবির বিষয়ে কতটা বলব, আমাদের দেশের অন্যতম সেরা পরিচালক রাজকুমার হিরানি এই ছবির পরিচালনা করছেন, চিত্রনাট্য লিখেছেন অভিজাত যোশী। এটা মূলত সেই সব মানুষদের গল্প বলবে যাঁরা বাড়ি ফিরে আসতে চান।’
তিনি আরও জানান, ‘ এটি একটি কমেডি মুভি। সকলেই জানেন যে রাজকুমার হিরানি মূলত মজার এবং ইমোশনাল ছবি বানিয়ে থাকেন। ফলে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা সত্যি বেশ ভালো। এই ছবির জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে শ্যুটিং করে অবশেষে ভারতে ফিরলাম।’
আগামী বছরের ডিসেম্বর এই ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে পারে। ২০২৩ সাল শাহরুখ খানের জন্য একটি দুর্দান্ত বছর হতে চলেছে। তাঁর একাধিক ছবি এই বছর মুক্তি পাবে। প্রথমে জানুয়ারি মাসে তাঁর পাঠান ছবিটি মুক্তি পাবে, এখানে তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম থাকবেন। এরপর রয়েছে জওয়ান ছবিটি। সেখানে তাঁর সঙ্গে নয়নতারা, বিজয় সেতুপতি, সুনীল গ্রভার্জ প্রমুখকে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here