শাহরুখের কাছ থেকে উপহার! বাঙালি কন্যে সঞ্জিতা বলছেন, ‘মনে হচ্ছে, স্বপ্ন দেখছি..’
OTT-তে কাজ করেছেন, তারপর একদিন সিনেমার জন্য অডিশন দিতে মুম্বইতে পৌঁছে যান বাঙালি কন্যে সঞ্জিতা ভট্টাচার্য। তবে তখনও জানতে না যে তিনি খোদ কিং খানের সঙ্গে কাজ করার জন্য অডিশন দিচ্ছেন। সম্প্রতি শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে কথা বললেন সঞ্জিতা।
সাক্ষাৎকারে সঞ্জিতা ভট্টাচার্য বলেন, ‘প্রথম দিকে, অডিশনের সময়, আমি প্রজেক্টের বিষয়ে বিশেষ কিছুই জানতাম না। তবে যখন গল্প এবং এই ছবিতে কারা কাজ করছেন, সেবিষয়ে জানতে পারলাম, তখন আমার আনন্দের সীমা ছিল না। সব জেনে আমি জোরে চিৎকার করে উঠেছিলাম। সেই মুহূর্ত থেকে, আমাকে যেটাই প্রশ্ন করা হয়েছে, আমি সবেতেই ‘হ্যাঁ’ বলেছি। ‘জওয়ান’-এর মতো ছবিতে কাজ করব জানতে পেরে আমি উৎসাহিত হয়ে উঠেছিলাম, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। সবথেকে বড় কথা আমি জানতাম, যে ছবিটি লক্ষাধিক মানুষ দেখবেন।’
সঞ্জিদার কথায়, এধরনের পরিপক্ক অভিনেতাদের সঙ্গে কাজ করার জন্য আমি শিখতে পারছি, নিজেকে তৈরি করতে পারছি। কাজের সঙ্গে আমি ওঁদেরকে খুব ভালো করে পর্যবেক্ষণ করি। জওয়ানের সেট থেকে আমি যা পেয়েছি তা অমূল্য। যাঁরা এই ছবিতে কাজ করছেন তাঁরা প্রতিভাবান তো বটেই, সঙ্গে তাঁদের রসবোধ, উদারতা সবকিছুই দারুণ। এই অসাধারণ ব্যক্তিরা এখন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন, এবং আমি ওঁদের এখন কাছের বন্ধুও বলতে পারি, সত্যিই কৃতজ্ঞ।’
শাহরুখ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সঞ্জিতা বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি যে একদিন আমি SRK-এর সঙ্গে কফি খাব, গান গাইব এবং নাচব’ । ‘মনে হচ্ছিল স্বপ্নে বেঁচে আছি। তিনি এটা খেয়াল রাখতে যে ‘সেটে যেন সকলে স্বাচ্ছন্দ্যে কাজ করেন। এমনকি আমি সঙ্গীতশিল্পী জানতে পেরে উঠে আমার জন্য একটা গিটার এবং মাইক্রোফোন উপহার দিয়েছেন।’
প্রসঙ্গত, ‘অটলি কুমার পরিচালিত এই ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানায়া মালহোত্রা, ‘’জওয়ান’মুক্তি পাচ্ছে, চলতি বছরের ৭ সেপ্টেম্বর।
For all the latest entertainment News Click Here