শাহরুখের উপর রাগ করে প্যান্ট ছেঁড়েন সানি! ১৬ বছর কথা বলেননি ‘ডর’ সহকর্মীর সঙ্গে
শুধু হিরোইনরাই নয়, অনেক সময় হিরোরাও পরস্পরের বন্ধু হতে পারেন না! পরস্পরের প্রতি ঈর্ষা এর অন্যতম কারণ। কিন্তু মুখে সেই ঘটনা সকলে স্বীকার করে না। তবে প্রকাশ্যে পরিচালক যশ চোপড়ার সঙ্গে ‘ঝামেলা’ এবং শাহরুখের প্রতি রাগের কারণ ফাঁস করেছিলেন সানি দেওল।
একসঙ্গে ‘ডর’ ছবিতে কাজ করেছিলেন সানি-শাহরুখ। বাদশার কেরিয়ারের একদম শুরুর দিককার ছবি ‘ডর’, ছবিতে নেতিবাচক চরিত্রে ছিলেন অভিনেতা। অন্যদিকে ছবির নায়ক সানি দেওল ততদিনে বলিউডের প্রতিষ্ঠিত নায়ক। অথচ আশ্চর্যজনকভাবে ‘ডর’ ছবিতে নায়ক সানিকে ছাপিয়ে যান ‘ভিলেন’ শাহরুখ। বিষয়টা ভালোভাবে মেনে নিতে পারেননি সানি, এর জন্য যশ চোপড়াকেই দায়ী করেন সানি। আপ কি আদালতের মঞ্চে সেকথা স্বীকারও করে নিয়েছিলেন ‘গদর’ তারকা।
ছবির একটি দৃশ্যে সানি দেওলকে, রাহুল অর্থাৎ শাহরুখের ছুরি মারার যে দৃশ্য রয়েছে তা নিয়ে যশ চোপড়ার সঙ্গে রীতিমতো তর্কাতর্কি হয়েছিল সানির। অভিনেতার কথায়, ‘আমি চেষ্টা করছিলাম এটা বোঝানোর যে আমি ছবিতে কম্যান্ডোর চরিত্রে অভিনয় করছি। যে ভীষণ ফিট এবং অভিজ্ঞ। এই ছেলেটা এত সহজে কীভাবে আমাকে হারাতে পারে? যদি আমি ওকে দেখতে না পাই তাহলে অন্য বিষয় কিন্তু আমি ওকে দেখছি আর সে এসে আমাকে মেরে চলে গেল তাহলে তো আমি কম্যান্ডোই নই’।
যদিও যশ চোপড়া অভিনেতার এই তত্ত্বে বিশেষ পাত্তা দেননি। রাগে, অভিমানে প্যান্ট টেনে ছিঁড়ে ফেলেছিলেন সানি। তাঁর কথায়, ‘শীঘ্রই রাগে আমি হাত দিয়ে টেনে প্যান্ট ছিঁড়ে ফেলেছিলাম, দুর্ভাগ্যবশত আমি সেটা বুঝতেও পারিনি’। ধর্মেন্দ্র পুত্র আরও যোগ করেন, ‘ডর মুক্তির পর ১৬ বছর আমাদের কোনও কথা হয়নি(শাহরুখ-সানি), যদিও সেটা ইচ্ছাকৃত ছিল বলা যাবে না। আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। এমনি আমি সামাজিকভাবে খুব বেশি লোকজনের মিশি নয়, আমাদের আর দেখাই হয়নি, তাই কথা বলার পরিস্থিতি ছিল না’।
অপর এক সাংবাদিক বৈঠকে ডর নিয়ে সানি জানিয়েছিলেন, ‘আমার একটাই আপত্তি ছিল যে আমি বুঝিনি ছবিতে ভিলেনের চরিত্রকে গৌরবান্বিত করা হবে’।
১৯৯৩ সালে মুক্তি পায় শাহরুখ খান, সানি দেওল, জুহি চাওয়ালা অভিনীত ডর। ‘কিরণ’(জুহি)-এর প্রেমে পাগল রাহুল (শাহরুখ) সারাক্ষণ তাঁকে স্টক করত- এই প্রেক্ষাপটেই গড়ে উঠেছিল ‘ডর’। সদ্য উদয় চোপড়া ফাঁস করেন, এই ছবির আসল ভাবনা এসেছিল হৃতিক রোশনের কাছ থেকে।
শাহরুখ-সানির মধ্যেকার সব মনোমালিন্য ধুয়ে মুছে গিয়েছে কালের নিয়মে। এমনকি ছেলে করণ দেওলকে নিয়ে যখন ‘পল পল কে দিল কে পাস’ ছবির ঘোষণা সারেন সানি, তখন শুভেচ্ছা জানাতে ভোলেননি শাহরুখ। ইন্ডাস্ট্রিতে সানি পুত্রকে খোলা মনে স্বাগত জানান কিং খান। খুব শীঘ্রই ‘গদর’-এর সিকুয়েল নিয়ে পর্দায় ফিরবেন সানি। অন্যদিকে ‘পাঠান’-এর পর এই বছরই ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ নিয়ে রুপোলি পর্দায় হাজির হবেন শাহরুখ।
For all the latest entertainment News Click Here