শাহরুখদের অর্ধেক রানও করতে ব্যর্থ কার্তিকরা, দাপটের সঙ্গে TNPL চ্যাম্পিয়ন কোবাই
অল্পের জন্য সর্বকালীন রেকর্ড গড়া হয়নি শাহরুখ খানদের। তবে বিরাট ব্যবধানে নেল্লাই রয়্যাল কিংসকে বিধ্বস্ত করে তামিলনাড়ু প্রিমিয়র লিগের খেতাব হাতে তোলে শাহরুখ খানের নেতৃত্বাধীন লাইসা কোবাই কিংস। ব্যাটে-বলে একতরফা দাপট দেখিয়ে টিএনপিএল ২০২৩ চ্যাম্পিয়ন হয় তারা।
তিরুনেলভেলিতে তামিলনাড়ু প্রিমিয়র লিগের ফাইনালে সম্মুখমরে নামে লাইসা কোবাই কিংস ও নেল্লাইন রয়্যাল কিংস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে কোবাই কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৫ রানের বিরাট ইনিংস গড়ে তোলে। হাফ-সেঞ্চুরি করেন তিনজন ব্যাটসম্যান।
সুরেশ কুমার ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন। ইউ মুকিলেশ ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন আতিক উর রহমান। এছাড়া এস সুজয় ৭, বি সচিন ১২, শাহরুখ খান ৭ ও রাম অরবিন্দ অপরাজিত ১০ রান করেন। রয়্যাল কিংসের হয়ে ২টি করে উইকেট নেন সনু যাদব ও সন্দীপ ওয়ারিয়র। ১টি উইকেট নেন মোহন প্রসাদ।
আরও পড়ুন:- IND vs WI: পিতা-পুত্রের অঙ্কে ফুলমার্কস অশ্বিনের, চন্দ্রপলদের ফিরিয়ে ইতিহাস গড়লেন রবিচন্দ্রন- ভিডিয়ো
পালটা ব্যাট করতে নেমে নেল্লাই রয়্যাল কিংস ১৫ ওভারে মাত্র ১০১ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, কোবাই কিংসের অর্ধেক রানও সংগ্রহ করতে পারেনি রয়্যাল কিংস। তারা ১০৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে বসে।
উল্লেখযোগ্য বিষয় হল, তামিলনাড়ু প্রিমিয়র লিগের ফাইনালে কোনও দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড। সর্বকালীন রেকর্ড রয়েছে প্যাট্রিয়টসের নামে। তারা ২০১৬ সালে সুপার গিল্লিসকে ১২২ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সুতরাং, এবার অল্পের জন্য সর্বকালীন রেকর্ড গড়া হয়নি কোবাই কিংসের।
আরও পড়ুন:- যশস্বী ও ইশান ভারতের কত নম্বর টেস্ট ক্রিকেটার? টেস্টে আত্মপ্রকাশ করা শেষ ১০ জন ভারতীয়র তালিকা দেখুন
রয়্যাল কিংসের হয়ে ফাইনালে সব থেকে বেশি ২৭ রান করেন ওপেনার তথা ক্যাপ্টেন অরুণ কার্তিক। ১৪ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া এল সূর্যপ্রকাশ ২২, এম পইয়ামঝি ১৯ ও এন রাজাগোপাল ১৩ রান করেন।
কোবাই কিংসের হয়ে ২১ রানে ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন জে সুব্রমনিয়ান। শাহরুখ খান ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ৩টি উইকেট সংগ্রহ করেন। সাকুল্যে ৩৮৫ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটাররে পুরস্কার জেতেন রয়্যাল কিংসের গুরুস্বামী অজিতেশ।
For all the latest Sports News Click Here