শাহরুখকে হারিয়ে দিয়েছেন তিনি, খবর শুনে ফারজি’র রাশি ভেবেছিলেন, পুরোটাই ধাপ্পা
অভিনেত্রী রাশি খান্না ‘ফারজি’কে রীতিমতো ধন্যবাদ দিচ্ছেন। মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যে, অ্যামাজন প্রাইম ভিডিয়োর এই অরিজিনাল সিরিজ ‘সবচেয়ে বেশি দেখা ভারতীয় ওয়েব সিরিজ’ হয়ে উঠেছে। রাজ ও ডিকে পরিচালনায় ফারজিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং বিজয় সেতুপতি। এক জাতীয় সংবাদমাধ্যমকে সম্প্রতি সাক্ষাৎকার দেন অভিনেত্রী রাশি খান্না। অনেক কাঠখড় পুড়িয়ে বানানো ওয়েব সিরিজটি জনপ্রিয় হবে এমনটাই আশা করেছিলেন রাশি। তা বলে, এমন ব্যাপক জনপ্রিয় হবে, তা কখনই ভাবেননি ফারজির নায়িকা।
আরও পড়ুন: ‘আমার মধ্যে নবাবি নেই!’ নবাব-পরিবার নিয়ে হঠাৎ কেন বললেন সারা? ঝগড়া নাকি
আরও পড়ুন: কুড়ুলের কোপ মেরেই ‘জয় মাতা দি’ বলল আততায়ী! কী ঘটেছিল সেদিন? বললেন আমন
এদিনের সাক্ষাৎকারে তিনি জানান, ‘যদি বলি জনপ্রিয় হবে না ভেবেছিলাম, তাহলে মিথ্যে বলা হবে। তবে এতটা ব্যাপকভাবে জনপ্রিয় হবে তা ভাবিনি। আমি মনে করি, প্রত্যেক অভিনেতারই স্বপ্ন দর্শকদের হৃদয়ে একটু জায়গা পাওয়া। এমন অনেকেই আছেন, যাঁরা আমাকে এখন মেঘা (ফারজিতে যে চরিত্রে তিনি অভিনয় করেছেন) বলে ডাকেন। এটাই প্রমাণ করে, আমি ভালো কাজ করেছি (একটু হেসে)। যাইহোক, আমি অবশ্যই বলব, এতো ভালবাসার জন্য সত্যি কৃতজ্ঞ। এর বেশি আর কি চাই!’
আরও পড়ুন: বেশি বয়সে মা হতে ৩০ বছরেই ডিম্বানু সংরক্ষণ করেন প্রিয়াঙ্কা, পরামর্শ অন্যদেরও
আরও পড়ুন: ৪০ বছর বয়সে বাইক চালানো শিখলেন দিয়া, কেন এর কিছুটা ক্রেডিট দিচ্ছেন তাপসীকে
আইএমডিবি সিনেমা সংক্রান্ত একটি বিশ্ববিখ্যাত ওয়েবসাইট। সেখানেই সম্প্রতি কিং খানকে টপকে গিয়েছেন ফারজির অভিনেত্রী রাশি খান্না। সেই নিয়ে তাঁর কী প্রতিক্রিয়া? রাশি এই দিন শিশুসুলভ হাসি হেসে বলেন তিনি সমাজ মাধ্যমে নেই। তাই এই ব্যাপারে কিছুই জানতেন না তিনি। তবে ফারজির পরিচালক রাজই তাঁকে প্রথম এ ব্যাপারে জানান। প্রথমে পুরোটাই ধাপ্পাবাজি ভেবেছিলেন রাশি। পরে এটা সত্যি জানতে পেরে তাঁর বাবাকেও জানান। রাশির বাবা প্রথমে বুঝতে পারেননি কী বলছে মেয়ে। পরে বুঝিয়ে বলতেই অসম্ভব আনন্দে ফেটে পড়েন তিনি। সংবাদমাধ্যমকে একথা জানানোর সময় স্বাভাবিকভাবে চোখমুখে আনন্দ ফেটে পড়ছে রাশির। তবে মানুষের সমর্থনেই এমন জনপ্রিয়তা এসেছে বলে মনে করেন রাশি। মানুষের ভালোবাসা পেয়ে দৃশ্যতই আপ্লুত তিনি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here