শাহরুখকেই পুরো কৃতিত্ব দেব, হারলে আমার ৫০-এর মূল্য থাকত না- সাফ কথা সিকান্দারের
শনিবার ফের লখনউ সুপার জায়ান্টস-পঞ্জাব কিংস ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে শেষ ওভারে। সিকান্দার রাজার অর্ধশতরানের উপর ভর করে পঞ্জাবই শেষ পর্যন্ত বাজিমাত করে। আপ সিকান্দার রাজাকে যোগ্য সঙ্গত করেন শাহরুখ খান। শাহরুখ ১০ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। আর কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টসকে টেক্কা দিয়ে যায় প্রীতি জিন্টার টিম।
দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার আসল কারিগর ম্যাচের শেষে বলেন, ‘সত্যি কথা বলতে, খুব ভালো লাগছে। আমি যখন আউট হয়ে গেলাম, তখন আমার মাথায় কয়েকটি বিকট জিনিস চলছিল। কৃতিত্ব দেব শাহরুখকে। পঞ্চাশ করে ভালো লাগছে, কিন্তু আমরা যদি হেরে যেতাম, তাহলে এতটা ভালো লাগত না। এটা নিঃসন্দেহে একটা বড় স্টেজ। এ রকম প্ল্যাটফর্মে সব সময়ে ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য থাকে। আমার মাথায় ছিল দু’টি বিষয় ঘোরাফেরা করছিল। জিতেশের উইকেট খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি ও ৬-৮ বলে থাকত, তা হলে ও নিজেই খেলা শেষ করতে পারত। তবে শাহরুখ যে ভাবে ওর প্রথম বলে ছক্কা মারে, ওর প্রতি আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।’
আরও পড়ুন: হেরেও 2023 IPL টেবলের দুইয়ে LSG, চারে উঠল PBKS, অক্সিজেন পেল RCB, বেগুনি টুপির লড়াইয়ে মগডালে উড
পঞ্জাব কিংসের বিরুদ্ধে বোর্ডে মাত্র ১৫৯ রানের ইনিংস ঝুলিয়ে দিয়েছিল লখনউ। শেষ ওভার পর্যন্ত চলে লড়াই। তবে জিতে মাঠ ছাড়া হল না লোকেশ রাহুলদের। সিকান্দার রাজার অনবদ্য লড়াই। শেষ সঙ্গে শাহরুখ খানের ক্যামিও ইনিংস। ৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পঞ্জাব। লোকেশ রাহুল ৭৪ রানের ইনিংস খেললেও, উল্টো দিকে কেউ ভরসা জোগাতে পারেননি। বড় কোনও পার্টনারশিপ গড়ে তুলতে না পারাই হারের মূল কারণ লখনউয়ের।
আরও পড়ুন: কেন স্লো খেললেন, তার সাফাই দিতে দলে ব্যাটারদের ভূমিকা বোঝালেন কেএল রাহুল
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে লখনউ। রাহুল করেন ৫৬ বলে ৭৪ রান। তাঁর ইনিংস সাজানো ছিল আটটি বাউন্ডারি এবং একটি ছক্কা দিয়ে। এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েন রাহুল। আইপিএলে দ্রুততম চার হাজার রান পূর্ণ করার পাশাপাশি অধিনায়ক হিসেবে ২ হাজার রান করলেন। ৩৬ বারের বেশি অর্ধশতরান এল রাহুলের ব্যাট থেকে। ক্রিস গেইলের রেকর্ডও ভাঙলেন তিনি। তবু জেতাতে পারলেন না দলকে।
এ দিকে রান তাড়া করতে নেমে শুরুতে বেকায়দরা পড়ে গিয়েছিল পঞ্জাব। তবে সিকান্দার রাজা ৫৭ রান করে দলের জয়ের ভিত তৈরি করেন। আর শেষ কাজটি করেছেন শাহরুখ খান। তিনি ১০ বলে অপরাজিত ২৩ রানের দুরন্ত একটি ইনিংস খেলে কিংসকে জিতিয়ে মাঠ ছাড়েন। শাহরুখের ইনিংসে রয়েছে দু’টি ছয় ও একটি চার।
For all the latest Sports News Click Here