‘শাস্ত্রীর মন্তব্যকে ভুল বুঝেছেন অশ্বিন;’ ভারতের প্রাক্তন জাতীয় নির্বাচক শরণদীপ সিং
টিম ইন্ডিয়ার প্রাক্তন নির্বাচক শরণদীপ সিং বলেন, কুলদীপ যাদবের বিষয়ে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর বক্তব্যকে ভুল বুঝেছেন যে রবিচন্দ্রন অশ্বিন। শরণদীপ সিং বলেন, ‘আমি সেই সময় টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া সফরে ছিলাম। রবি শাস্ত্রী বলতে চেয়েছিলেন যে কুলদীপ যাদব বিদেশী দলের জন্য সেরা বোলার কারণ তার বোলিং শৈলী আলাদা। অশ্বিন এই বক্তব্যকে ভুলভাবে নিয়েছেন। শাস্ত্রী একদম ঠিক বলেছেন। তাদের কাজ সবার টোস্টে মাখন দেওয়া নয়।’
অশ্বিন একটি স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে অস্ট্রেলিয়া সফরে কুলদীপ যাদবকে বিদেশের মাটিতে সেরা বোলার হিসাবে বর্ণনা করেছিলেন রবি শাস্ত্রী, যেই বক্তব্যে তিনি অবাক হয়েছিলেন। অশ্বিন বলেছিলেন, ‘রবি ভাইয়ের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে কিন্তু তাঁর এই বক্তব্য আমাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল।’
২০১৯ সালে সিডনি টেস্টে কুলদীপ যাদব ভারতের হয়ে ৫টি উইকেট নিয়েছিলেন। কুলদীপের এই কৃতিত্বের পরে, তৎকালীন কোচ রবি শাস্ত্রী তাকে বিদেশের মাটিতে ভারতের এক নম্বর বোলার আক্ষা দিয়েছিলেন। সম্প্রতি, রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন যে এই বক্তব্যে তিনি গভীরভাবে আহত হয়েছিলেন। যখন রবিচন্দ্রন অশ্বিনের এই বক্তব্য নিয়ে রবি শাস্ত্রীর কাছে প্রশ্ন করা হয় তখন তিনি নিজের প্রতিক্রিয়ায় বলেছিলেন যে তার কাজ কারও টোস্টে মাখন দেওয়া নয়। শরণদীপ সিং এই প্রসঙ্গে বলেন, ‘অশ্বিন একজন দুর্দান্ত বোলার। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে সে ভালো বল করবে। তিনি টিম ইন্ডিয়ার জন্য গেম চেঞ্জার প্রমাণ হতে পারেন। তার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে।’
For all the latest Sports News Click Here