শাস্ত্রীয় সঙ্গীতকে অবজ্ঞা, ক্ষোভের মুখে পড়ে বিজ্ঞাপন মুছলেন ঋষভ, খুশি কৌশিকী
ক্রিকেটার ঋষভ পন্থের বিরুদ্ধে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে অপমান করার অভিযোগ তুলেছিলেন গায়িকা কৌশিকী চক্রবর্তী। নেটমাধ্যমের পাতায় টুইট করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত সেই বিজ্ঞাপনের ভিডিয়ো নিজের অ্যাকাউন্ট থেকে মুছলেন ঋষভ। ক্রিকেটারের এই সিদ্ধান্তে খুশি হয়ে পালটা টুইট করেছেন গায়িকা।
নতুন এক টুইটে কৌশিকী লিখেছেন, ‘বিজ্ঞাপনটি নিজের টুইটার থেকে মুছে দেওয়ার জন্য ঋষভকে আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই। আমার ব্যক্তিগত ভাবে তাঁর প্রতি কোনও আক্রোশ নেই। জীবনে তিনি আরও উন্নতি করুন। শুভেচ্ছা জানাই। এই বিজ্ঞাপনটিকে সব প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার জন্য ঋষভের সাহায্য চাইছি।’
আরও পড়ুন: জয়সলমের থেকে সদ্য মুম্বই ফিরলেন সইফিনা জুটি, সঙ্গে তৈমুর-জেহ, দেখুন ভিডিয়ো
কোন বিজ্ঞাপন ঘিরে এত হইচই?
ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়া ঠিক আগে একটি বিজ্ঞাপন মুক্তি পেয়েছিল। ড্রিম এলেভেনের ওই বিজ্ঞাপনে ঋষভকে দেখানো হয়েছিল একজন ব্যর্থ সঙ্গীতজ্ঞ হিসেবে। ক্রিকেটার না হলে হয়তো তাই হতেন, সেই হিসেবে। বিজ্ঞাপনে ঋষভকে বলতেও শোনা যায়, ‘ভাগ্যিস আমি আমার স্বপ্নকে ফলো করেছি।’
এই বিজ্ঞাপন দেখে আপত্তি জানিয়েছিলেন সঙ্গীত মহলের একাংশ। বিজ্ঞাপন প্রসঙ্গে টুইট করে কৌশিকী লিখেছিলেন, ‘এই বিজ্ঞাপনের প্রতি ঘৃণা এবং কদর্যতা প্রকাশ করার মতো শব্দ আমার কাছে নেই। নিজের ঐতিহ্যকে অবজ্ঞা করা তোমাকে বোকা দেখায় @RishabhPant17। এটি পণ্ডিত রবি শঙ্কর, উস্তাদ জাকির হুসেন এবং পণ্ডিত ভীমসেন জোশীর সঙ্গীত। আমি নিশ্চিত যে আপনি এটি করে অনেক টাকা উপার্জন করেছেন, কিন্তু এটি কি মূল্যবান?’
কৌশিকী আরও লেখেন, ‘আমি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত অনুশীলন করছি এবং আমি ক্রিকেট অনুসরণ করি না। কিন্তু আমি আপনার কাজের ক্ষেত্রকে অসম্মান করিনি। যখন আপনি কিছু বোঝার জন্য সঠিক প্রশিক্ষিত থাকে না, অন্ততপক্ষে এটির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মতো সংবেদনশীল মানসিকতা থাকা প্রয়োজন। ঐতিহ্য নিয়ে মজা করা আপনাকে বোকা বানায়।’
সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমর্থন জানিয়েছিলেন কৌশিকীকে। এরপরেই নিজের ভুল বুঝতে পেরে অ্যাকাউন্ট থেকে ওই বিজ্ঞাপন সরিয়ে নিয়েছেন ঋষভ পন্থ। যদিও নেটমাধ্যমে সেই বিজ্ঞাপন এখনও রয়েছে।
For all the latest entertainment News Click Here