শাশুড়ি মায়ের সঙ্গে মিলে ‘কুমারী পুজো’ করেছেন আলিয়া? ছবি ঘিরে জল্পনা…
আলিয়া ভাট সঙ্গে নীতু কাপুর সঙ্গে বেশকয়েকজন শিশুকন্যা এবং কিশোরী। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আলিয়া ও রণবীরের সঙ্গে এই শিশুগুলি কারা? তাঁরা যে কাপুর বাড়ির কেউ নন। তাহলে কারা এরা?
নেটদুনিয়ায় শাশুড়ি মা নীতু কাপুরের সঙ্গে এই ছবি ছড়িয়ে পড়তেই লোকজনের নানান প্রশ্ন উঠে এসেছে। তবে নেটপাড়ার অনুমান। সম্প্রতি ‘নবরাত্রী’ উদযাপিত হয়েছে। সেজন্যই হয়ত আলিয়া ও নীতু হয় তাঁদের বাড়িতে ‘কন্যা পূজা’র আয়োজন করেছিলেন। যেটাকে বাঙালিরা বলেন ‘কুমারী পুজো’। কুমারী পূজা হলো তন্ত্রশাস্ত্রমতে অনধিক ষোলো বছরের কোনও রজঃস্বলা নয় এমন কোনও কুমারী মেয়ের পূজা। তাঁদেরকে দেবী রূপে পুজো করা হয়, পা ধুয়ে দেওয়া হয়। খাওয়ানো হয়।
আরও পড়ুন-শাহরুখের জন্মদিন, ২ নভম্বর মুম্বই হচ্ছে গ্র্যান্ড পার্টি, থাকবে গোটা বলিউড, উপহার নিয়ে কড়াকড়ি..
আরও পড়ুন-মহাঅষ্টমীতে ‘কুমারী পুজো’র রীতি মেনে মেয়ে সামিশাকে পুজো করলেন রাজ-শিল্পা
বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়। মূলত ব্রাহ্মণ কন্যা, কোনও কোনও ক্ষেত্র অন্য গোত্রের কন্যারও কুমারী পুজোর অংশ করা হয়। নারী শক্তিকে শ্রদ্ধা জানানোর এটা একটা রীতি। অনুরাগীদের অনুমান, আলিয়া ও নীতু ‘নবরাত্রী’ উপলক্ষ্য়ে সেই আয়োজনই করেছিলেন। সেকারণেই ওই শিশুকন্যা ও কিশোরীদের সঙ্গে ছবিও তুলেছেন।
আলিয়া ও নীতুর এই ছবির নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই লিখেছেন, এটা নিশ্চয় ‘কন্যা পুজো’র আয়োজন ছিল।
প্রসঙ্গত, নবরাত্রী উপলক্ষে অষ্টমীর দিন মেয়া সামিশাকেও ‘কুমারী’ রূপে পুজো করতে দেখা গিয়েছিল শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রাকে। শিল্পা শেট্টি নিজেই সেই পুজোর ভিডিয়ো পোস্ট করেছিলেন, সেখানে ছোট্ট সামিশাকে দুর্গা প্রতিমার সামনে একটা চেয়ার বসিয়ে পুজো করতে দেখা যায় রাজ ও শিল্পাকে।
For all the latest entertainment News Click Here