‘শাশুড়ি মায়ের প্রার্থনা..’,পন্তের আরোগ্য কামনায় উর্বশীর মা,চরম খিল্লি নেটপাড়ায়
গত ৩০শে ডিসেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা ঋষভ পন্ত। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন এই ধামাকেদার উইকেটকিপার ব্যাটসম্য়ান। ঋষভের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর থেকেই প্রার্থনায় শামিল গোটা দেশ। ‘যোদ্ধা’ পন্ত ইতিমধ্যেই আইসিইউ-এর বাইরে। তবে এখনও হাঁটাচলার মতো পরিস্থিতি নেই তাঁর। ঋষভের অ্যাক্সিডেন্টের পরপরই ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন উর্বশী। ‘প্রার্থনা’র কথা জানিয়েছিলেন ইনস্টাগ্রামে। টুইটারের দেওয়ালে লিখেছিলেন, ‘আমি তোমার ও তোমার পরিবারের মঙ্গল কামনা করছি’।
এইসব পোস্টের মাধ্যমে ঋষভের সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন উর্বশী এমনটাই মনে করেছে নেটিজেনদের একটা বড় অংশ। এবার মেয়ের মতো ইনিয়ে-বিনিয়ে নয়, সোজাসুজি ঋষভ পন্তের আরোগ্য় কামনায় শামিল হলেন উর্বশীর মা মীরা রাউতেলা। ঋষভ পন্তের জন্য একটি ইনস্টাগ্রাম পোস্ট লেখেন মীরা দেবী।
পন্তের আরোগ্য় কামনা করলেন উর্বশীর মা
উর্বশীর মা লেখেন, ‘সোশ্যাল মিডিয়ার গুজব একদিকে, আর আপনার সুস্থ হয়ে আন্তর্জাতিক স্তরে উত্তরাখণ্ডের নাম উজ্জ্বল করাটা অন্যদিকে। ভগবান আপনার উপর কৃপাদৃষ্টি বজায় রাখুন, আপনারা সকলে প্রার্থনা করুন’।
উর্বশীর মায়ের এই পোস্ট দেখা মাত্রই ফের উর্বশী-ঋষভের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু করে দেয় নেটিজেনরা। কেউ উর্বশীকে আক্রমণ করেন তো কেউ তাঁর মা-কে। একজন লেখেন, ‘শাশুড়ি মায়ের শুভেচ্ছা সবসময় কাজে আসে’। অপর একজন লেখেন, ‘এরপর উর্বশী-ঋষভের সম্পর্ক পাকা’। এক নেটিজেন লেখেন, ‘ওহ নিজের প্রোফাইল থেকে সরাসরি লিখতে পারছে না বলে মায়েরটা থেকে লিখেছে’।
বিতর্কে উর্বশী-ঋভষের সম্পর্ক
গত কয়েক মাস ধরেই চর্চায় উর্বশী-ঋষভের সম্পর্ক। নায়িকার জীবনের মিস্ট্রিম্যান ‘আরপি’ কে? সেই রহস্য আজও জানা নেই। তবে মাস রয়েক আগে উর্বশীর এক সাক্ষাৎকার ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল তা শেষ হয়নি এখনও। ২০১৮-১৯ সাল নাগাদ উর্বশী-ঋষভের প্রেমের চর্চা মাথাচাড়া দিয়েছিল, তারপর অনেক জল বয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন উর্বশী, তাও আবার ‘ভালোবাসার টানে’। সেই নিয়ে কম প্রশ্ন উঠেনি।
প্রসঙ্গত, মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ তোলেন উর্বশী। সেখানে ‘সনম রে’ নায়িকা বলেন, নয়া দিল্লিতে তাঁর এক ‘চাহনেওয়ালা’ হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন। পুরো নামটি প্রকাশ্যে না আনলেও ঘটনাটি বর্ণনা করতে গিয়ে সেই ব্যক্তিকে ‘আরপি’ বলে সম্বোধন করেন উর্বশী রাউতেলা। ঋষভকে ইঙ্গিত করেই এই কথা বলেছেন নায়িকা, তেমনটাই ধারণা হয় সবার। এরপর একে-অপরের নাম না নিয়েই দুই তারকা সোশ্যাল মিডিয়ায় দিতে থাকেন ইঙ্গিতপূর্ণ বার্তা। তবে প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত একটা শব্দও খরচ করেননি দুজনে।
এখন কেমন আছেন ঋষভ?
ঋষভের হাঁটু, পায়ের আঙুল এবং গোড়ালির চোটের পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি। কারণ তিনি এখনও এমআরআই স্ক্যান করার মতো অবস্থায় নেই। এ ছাড়াও মুখের আঘাতের চিকিৎসার জন্য প্লাস্টিক সার্জারি করা হয়েছে। তবে বাকি চোটের জায়গায় এমআরআই এখনও করা সম্ভব হয়নি। আপতত উত্তরাখণ্ডের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন পন্ত। বিসিসিআই তার নিজস্ব ডাক্তারদের একটি প্যানেল গঠন করেছে, যাঁরা ম্যাক্স হাসপাতালের ডাক্তারদের প্যানেলের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রতি মুহূর্তে। উভয় প্যানেল ঐক্যবদ্ধ ভাবে পন্তের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
For all the latest entertainment News Click Here