‘শাশুড়ির জন্যই আমাদের সংসারটা ভাঙল’, এক বছরও টিকলো না সানাইয়ের বিয়ে!
একটা সময় বাংলাদেশের অন্যতম আলোচিত মডেল তথা অভিনেত্রী ছিলেন সানাই মাহবুব। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি ও ভিডিয়ো পোস্ট করার জেরে কম বিতর্কে জড়াননি নায়িকা। এমনকি অশ্লীলতা ছড়ানোর দায়ে থানায় ডাক পড়েছিল তাঁর। সেইসময় মুচলেকা জমা দিয়ে ছাড়া পেয়েছিলেন সানাই। যদিও সে’সব বছর চারেক আগের কথা। অভিনয় বা মডেলিংয়ের থেকে শরীরে সার্জারি করিয়ে আলোচনায় উঠে এসেছিলেন সানাই। এরপর ২০২১ সালের ডিসেম্বরে হঠাৎ করেই শোবিজ দুনিয়াকে বিদায় জানান সানাই। জানান, ইসলামের পথে জীবন পরিচালনা করবেন তিনি। মাস কয়েকের মধ্যেই গোপনে বিয়ে সারেন তিনি।
২০২২-এর ২৭শে মে মাসে আবু সালেহ মুসা নামের এক ব্যাঙ্ককর্মীকে বিয়ে করেন সানাই। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের সুর সানাইয়ের সংসারে। রবিবার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রথম ডিভোর্সের ইঙ্গিত দেন প্রাক্তন নায়িকা। পরে সে দেশের সংবাদমাধ্যমকে বিচ্ছেদের কথা জানান সানাই। বিবাহবার্ষিকীর ঠিক আগেই বিয়ে ভাঙার কথা জানালেন সানাই।
আরটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘গলায় কাঁটা নিয়ে কতদিন থাকা যায়। অনেক চেষ্টা করেছি সংসারটা যেন না ভাঙে। একটা সংসার টিকিয়ে রাখতে দু’জনের চেষ্টা থাকা লাগে। কিন্তু ওর মাঝে সেটা দেখি না।’ বিয়ে ভাঙার যাবতীয় দায় শাশুড়ির ঘাড়ে দিলেন সানাই। তিনি বলেন, ‘শাশুড়ির জন্যই আমাদের সংসারটা ভাঙনের পথে। প্রতিনিয়তই শাশুড়ি আমাকে নিয়ে সমস্যা তৈরি করছে। এ নিয়ে স্বামীকে বললেও সে চুপ থাকে।’
প্রাক্তন অভিনেত্রী জানান, জুন মাসের মাসের ৭ তারিখ তাঁর আইনি বিচ্ছেদে শিলমোহর পড়বে। সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে বিচ্ছেদ নিয়ে লম্বা পোস্ট লেখেন সানাই। স্বামীর প্রতি একরাশ ক্ষোভ উগরে অভিনেত্রী লেখেন, ‘আসসালামু আলাইকুম। যে স্বামী বোঝেনি তার স্ত্রী তার কাছে কত টুকু দামি, যে স্বামী বুঝেনি তার ওপর তার বিবাহিত স্ত্রীর অধিকার কতটুকু, যে স্বামী বোঝেনি সংসার কী? যে স্বামী বোঝেনি ইসলাম স্বামীর ওপরে স্ত্রীর অধিকার কতখানি দিয়েছে, যে স্বামী স্ত্রীর অধিকার আদায় কী জিনিস সেটা সম্পর্কে অবগত না, যে স্বামী-স্ত্রীর সম্পর্কের চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দেয়, আমি মনে করি তার হাতটা আস্তে করে ছেড়ে দেওয়াই উত্তম।’
এর আগে ২০১৯ সালে এক মন্ত্রীর সঙ্গে সানাইয়ের বিয়ে হতে চলেছে এমন গুঞ্জন রটেছিল। সেই খবরে শিলমোহরও দিয়েছিলেন সানাই। কিন্তু পরে সেই বিয়ে নিয়ে আর কোনও খবর সামনে আসেননি। তিন বছর পর হঠাৎ করেই আবু সালেহ মুসাকে বিয়ে করেন সানাই। তবে বছর ঘুরতে না ঘুরতেই ভাঙল সেই বিয়ে!
For all the latest entertainment News Click Here