শালিন-টিনা’র সম্পর্ক ‘মেকি’? কী তোপ দাগলেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী রাজীব
শালিন ভানোত এবং টিনা দত্তের সম্পর্ক নিয়ে বিগ বস ১৬ এর হাউজ সরগরম হয়ে উঠেছে। কিন্তু তাঁদের নিয়ে বিগ বস ১৫ এর প্রতিযোগী রাজীব আদাতিয়া কী বললেন? তাঁর মতে শালিন এবং টিনার সম্পর্ক মেকি এবং অত্যন্ত বোরিং। তিনি টুইটারে এই বিষয় নিয়ে মুখ খুললেন। তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে তাঁর কী মত সেটা টুইটারে লিখে জানালেন। রাজীবের মতে, একটা রিয়েলিটি শোকে ওঁরা টিভি সিরিয়াল বানিয়ে দিয়েছেন। সাম্প্রতিকতম পর্বগুলোতে তাঁদের একটা বিষয় নিয়েই বারংবার ঝগড়া করতে দেখা গিয়েছে। কিছুদিন আগে সৃজিতা দেও শালিন-টিনার মেকি এবং গায়ে পড়া প্রেমের সম্পর্ক নিয়ে টুইটারে নিজের মত জানিয়েছিলেন।
বিগ বস ১৫ এর প্রতিযোগী রাজীব সোমবার, ২২ নভেম্বর শালিন এবং টিনাকে নিয়ে একটি টুইট করেন। তিনি লেখেন, ‘শালিন টিনার কোনও ধারাবাহিকে নাম লেখানো উচিত ছিল বিগ বস ১৬ এর বদলে। কারণ তাঁরা তো বিগ বস হাউজটাকেই একটি টিভি সিরিয়াল বানিয়ে রেখে দিয়েছেন। আর এটা বিগ বসের যে কনসেপ্ট সেটাকেই পুরো বোরিং করে দিয়েছে। যদি ওঁদের মধ্যে সত্যি কোনও সম্পর্ক থাকত তাহলে বিষয়টা ইন্টারেস্টিং হতো, কিন্তু গোটাটাই যে মেকি!’
অনেকেই রাজীবের টুইটে রিঅ্যাক্ট করেছেন। একজন তাতে লেখেন, ‘ঠিক অত্যন্ত মেকি লাগে ওঁদের সম্পর্কটা। টিনা হয়তো ভাবছেন যে তাঁর সিরিয়ালের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। কিন্তু তিনি যে সম্পূর্ণ ভুল ভাবছেন, আদতে তিনি এখানে খলচরিত্রে অভিনয় করছেন!’ আরেকজন লেখেন ‘সুম্বুল তৌকির ওঁদের দুজনের জন্য কষ্ট পাচ্ছে।’ সম্প্রতি একটি পর্বে সলমন খানকে বলতে শোনা যায় যে সুম্বুল নাকি শলিনের প্রতি মোহগ্রস্ত হয়ে আছেন। টিনাও তাতে সম্মতি দিয়ে বলেন, হ্যাঁ সুম্বুল শালিনের বিষয় ভীষণ পসেসিভ।
এর আগে বিগ বস ১৬ এর প্রাক্তন প্রতিযোগী সৃজিতা দে প্রশ্ন তুলেছিলেন যে টিনা এবং শালিনের সম্পর্কটা কি এই খেলার একটা অংশ? উত্তরণ নামক একটি সিরিয়ালে টিনা এবং সৃজিতাকে একত্রে দেখা গিয়েছিল। তিনি টুইট করে লেখেন, ‘যেই নমিনেটেড হল অমনি ওঁরা ওঁদের মেকি প্রেম কাহিনী সামনে নিয়ে এল। আমরা কি এই বিষয়টা আগে দেখিনি? তাঁরা কি দর্শকদের এতটা বোকা মনে করেন? বোরিং! সত্যিকারের কিছু ভাবুন আপনারা।’
প্রতি সোমবার থেকে শুক্রবার কালার্স চ্যানেলে রাত ১০টায় বিগ বস ১৬ দেখা যায়। আর শনি রবিবার ৯.৩০ টায় থেকে দেখা যায় এই রিয়েলিটি শো।
For all the latest entertainment News Click Here