শালিনের ভোল বদল! টিনা বিগ বস হাউজে ফিরতেই কোন যুদ্ধের দামামা বাজল নতুন করে
টিনা দত্তকে বিগ বস হাউজ থেকে বাদ দেওয়ার পরই শালিন ভানোত এই বিষয় নিয়ে তাঁর মনের কথা প্রকাশ্যে আনেন। তিনি সদ্য ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে যোগ দেওয়া প্রতিযোগী সৃজিতা দে’কে জানান যে তিনি টিনাকে একদমই পছন্দ করেন না। এবং এই বিগ বস হাউজ থেকে বেরোনোর পর তিনি আর কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ রাখবেন না। শালিন যা যা বলেছেন তাঁর সম্পর্কে সবটাই টিনা কনফেশন রুমে বসে শোনেন।
এই পর্বের একটি প্রোমো ভিডিয়ো সদ্যই কালার্স টিভির তরফে প্রকাশ্যে আনা হয়েছে। কালার্স টিভি এই পর্বের প্রোমো ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে লেখে, ‘বিগ বস শালিনের পরীক্ষা নিল, এবার টিনার সঙ্গে যে সমস্যা তৈরি হল সেটা মিটবে কীভাবে?’
এই প্রোমো ভিডিয়োর শুরুতে দেখা যায় সৃজিতার সঙ্গে শালিন টিনাকে নিয়ে আলোচনা করছেন। রান্নাঘরে তাঁদের কথা বলতে দেখা যায়। তিনি বলেন ‘টিনাকে বিশেষ পছন্দ করতাম না। বিগ বসের বাইরে গিয়ে আমি আর ওর সঙ্গে কথা বলব না।’ এরপরই টিনাকে বড় স্ক্রিনে দেখা যায়। এবং বিগ বস বলে ওঠে, ‘আপনি কি বাজার বাজিয়ে ২৫ লাখ টাকা ছেড়ে দেবেন টিনাকে বিগ বস হাউজে ফেরত আনার জন্য?’
শালিন এরপর লিভিং রুমের বাজার টিপে দেন। আর টিনাকে তখনই বলে উঠতে শোনা যায়, ‘আমি ফিরে এসেছি। আমি এই বাড়ি ছেড়ে যাওয়ার পর তুমি নাচছিলে। তুমি তোমার বন্ধুদের প্রতি যদি সৎ থাকতে না পারো তুমি কারও প্রতিই সৎ থাকতে পারবে না। এত মেকি সাজছ কেন?’ অবাক হয়ে শালিন তখন বলেন ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না।’
এরপরই টিনা রেগে যান এবং বলেন, ‘আমি তোমায় বিশ্বাস করি না শালিন ভানোত।’ এরপরই শালিনকে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায় টিনাকে বোঝানোর জন্য। তিনি তাঁকে বোঝানোর জন্য বলে ওঠেন, ‘এক সেকেন্ড ইয়ার!’
এই ভিডিয়োতে এক ব্যক্তি রিঅ্যাক্ট করে লেখেন, ‘এখন নিশ্চয় ভাবছে এর থেকে তো সুম্বুল ভালো ছিল!’ আরেকজন কমেন্টে লেখেন, ‘বিগ বস সেরা খেলা খেলে দিল!’ আরেক ব্যক্তির মতে, ‘আগে মিথ্যে প্রেমের নাটক দেখছিলাম, এখন মিথ্যে নাটকের অভিনয় দেখতে হবে।’
For all the latest entertainment News Click Here