শার্ট থেকে ফুটে উঠেছে স্তনবৃন্ত, সুজয়প্রসাদকে ‘ব্রা’ কেনার প্রস্তাব শ্রীলেখার
নিন্দুকেরা মস্করা করে বলেন খবরে থাকার জন্য আলটপকা মন্তব্য করেন শ্রীলেখা মিত্র। অবশ্য অভিনেত্রীর ভক্তরা বেশ পছন্দ করেন তাঁর এসব মজার মজার কথা। সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের ছবিতে শ্রীলেখার করা মন্তব্য দেখে আপাতত চোখ ছানাবড়া নেট-নাগরিকদের।
অফ হোয়াইট শার্ট আর ধোতি প্যান্ট পরে একখানা ছবি শেয়ার করেন সুজয়প্রসাদ। যেখানে বেশ স্পষ্টভাবেই ফুটে উঠেছে তাঁর স্তনবৃন্ত। আর এই ছবিতেই কমেন্ট সেকশনে শ্রীলেখা লিখলেন, ‘চল ব্রা শপিং করাই তোকে’। আর এর জবাবে সুজয়প্রসাদ লিখেছেন, ‘মোটেও না… বেশ কেমন ফুলের মতো ফুটে উঠেছে।’
তবে শ্রীলেখা-সুজয়প্রসাদের এই কমেন্ট থ্রেডে অনেকেই মন্তব্য করেছেন। অভিনেত্রীর এক ভক্ত লিখলেন, ‘আপনাকে অনেক পছন্দ করি। আপনার সেন্স অফ হিউমার আমার বেশ পছন্দও। কিন্তু এই কমেন্টটা কেন জানি ভালো লাগল না।’ আরও পড়ুন: চোখরাঙানি আছে-থাকবে, তার মধ্যেই দিদার বাড়িতে সামাজিক বিয়ে JNU প্রাক্তনী স্বরার
সমপ্রেম নিয়ে খুল্লামখুল্লা কথা বলেছেন সুজয়প্রসাদ। সমাজের চোখ রাঙানি বা লোকে কী বলবে সেই নিয়ে চিন্তাও করেন না। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সুজয়প্রসাদকে বলতে শোনা গিয়েছিল, ‘কজন নারীসুলভ মোটা পুরুষ। এটাই যেন ছিল আমার অস্তিত্বের পরিচয়। শিক্ষক-শিক্ষিকারাও আমার সঙ্গে এরকম আচরণ করতেন। আমার সঙ্গে সেই সময় থেকেই জুড়ে গিয়েছিল মেয়েলি তকমাটা। আমার মা-বাবাকে অনেকেই বলেছেন আপনার ছেলে তো একটু মেয়েলি। দেখুন না তাকে ছেলে করতে পারেন কি না। আমার পথটা মোটেও সহজ ছিল না। তবে কখনও আত্মবিশ্বাস হারাইনি। গান হোক, কবিতা হোক, কথা হোক, প্রেম হোক কিংবা চুমু— সবটা নিয়ে আমি ভীষণ আত্মবিশ্বাসী।’ আরও পড়ুন: ‘আমায় আরকে বলো’, এক খুদে কাকা বলে ডাকতেই সাফ মানা করলেন বছর ৪০-এর রণবীর কাপুর
সম্প্রতি ‘বিনোদিনী’ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন শ্রীলেখা। রুক্মিণীকে বিনোদিনীর সাজে দেখে নাক সিটকেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিছুটা ব্যঙ্গের সুরেই ফেসবুকের পাতায় প্রশ্ন তুলেছিলেন, ‘রোগা ছিলেন কি বিনোদিনী? ক্যাজুয়াল প্রশ্ন। সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য।’ সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘এমনিতেই শত্রুর অভাব নেই তাই ব্যক্তিগত ভাবে নেবেন না।’
সেই নিয়ে কম কটাক্ষ সহ্য করতে হয়নি শ্রীলেখাকে। অনেকেই দাবি করেছিলেন নতুন নায়িকা ‘রুক্মিণী’র সাফল্যে হিংসে করছেন তিনি। এমনকী শ্রীলেখার ‘রোগা বিনোদিনী’ মন্তব্যের জবাব দিয়েছিলেন একটি নটীর উপাখ্যান’ ছবির অন্যতম প্রযোজক অরিত্র দাসও। ফলত সেসব বিতর্ক এড়াতে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেন কিছুদিনের জন্য।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here