‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-কে কটাক্ষ, ইউটিউবার আশিস চনচলানির ভিডিয়োতে জবাব অশনীর-এর
ছোটপর্দার দুনিয়ায় ইতিহাস সৃষ্টি করেছে সোনির শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’। এই শো-তে ব্যবসার অভিনব ভাবনা নিয়ে হাজির হয় প্রতিযোগিরা। এবং তাঁদের পরখ করেন বর্তমান ভারতের শীর্ষস্থানীয় বিজনেস টাইকুনরা, যাঁদের ভাবনা পরিবর্তনের জোয়ার এনেছে বিজনেসের দুনিয়ায়। শো-তে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সদস্যরা হলেন অনুপম মিত্তল (শাদি.কমের প্রতিষ্ঠাতা), শিল্পপতি অশনীর গ্রোভার, পিয়ুশ বনশল (লেন্সস্কার্ট-এর সিইও এবং কো-ফাউন্ডার), ভিনিতা সিং (সিইও, সহ-প্রতিষ্ঠাতা সুপার কসমেটিকস), গজল আলাগ (সহ-প্রতিষ্ঠাতা মাম্মাআর্থ)। ইতিমধ্যেই এই শো নিয়ে হালকা চালে ‘সস্তা শার্ক ট্যাঙ্ক’ একটি মজার ভিডিয়ো তৈরি করেছেন জনপ্রিয় ইউটিউবার আশিস চনচলানি। যা দেখে নেটমাধ্যমেই এই জনপ্রিয় ইউটিউবারকে পাল্টা জবাব দিলেন ‘শার্ক ট্যাঙ্ক’-এর অন্যতম সদস্য তথা ভারতপে-এর প্রাক্তন এমডি অশনীর গ্রোভার।
ওই ‘সস্তা শার্ক ট্যাঙ্ক’ ভিডিয়োতে নিজেকে পনীর গ্রোভার হিসেবে পেশ করছেন আশিস। নাম থেকেই স্পষ্ট অশনীরকে ব্যঙ্গ করেই তৈরি করা হয়েছে এই চরিত্রটি। ভিডিয়োতে আশিসের মজাদার কথা শুনে ও তাঁর ভাবভঙ্গি দেখে হেসে খুন নেটিজেনরা। এবার সেই তালিকায় যোগ হল স্বয়ং অশনীর গ্রোভার-এর নামও! ভিডিয়োটি দেখামাত্রই তা নিয়েই মুখ খুলেছেন অশনীর নিজেই।
পোস্টে রিঅ্যাক্ট করে অশনীর লিখেছেন, ‘দুর্দান্ত মজার! সব শার্কের চরিত্রেই সব্বার অভিনয় ফাটিয়ে হয়েছে!! সবমিলিয়ে এই ভিডিয়ো এককথায় সস্তা এবং টেকসই!’
অন্যদিকে, আশিস চনচলানির ফ্যানরাও দারুণ মজা পেয়েছেন এই ভিডিয়ো দেখে। তাঁদের মধ্যে কেউ লিখছেন, ‘ এই ভিডিয়ো এককথায় এপিক’, কেউ বা লিখেছেন ‘আমার দেখা অন্যতম সেরা ভিডিয়ো’। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী তো মজা করে লিখেই দিলেন, ‘পুরো পাগল করে দেওয়া ভিডিয়ো’।
For all the latest entertainment News Click Here