শামি নয় শাহিনই এগিয়ে, নির্মম সত্যটি বলে দিলেন কপিল দেব
শুভব্রত মুখার্জি: রবিবাসরীয় মহারণে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান দুই দল। টি-২০ বিশ্বকাপের সুপার-১২’র এই ম্যাচে দুই দল নামার আগেই ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। বিশ্বকাপের এই ম্যাচে কোনও দল জিতবে বা হারবে তার অনেকটাই নির্ভর করছে বল হাতে তাদের দুই অন্যতম সেরা অস্ত্র মহম্মদ শামি এবং শাহিন শাহ আফ্রিদি প্রথম দিকের পাশাপাশি ডেথ ওভারেও কেমন বল করবে তার উপর। এমন পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে কিংবদন্তি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব শাহিন শাহ আফ্রিদিকে শামির তুলনায় অনেকটাই এগিয়ে রেখেছেন। পাশাপাশি তিনি অবশ্য শামি-শাহিনের কোনও তুলনা এই মুহূর্তে টানতে রাজি হননি।
উল্লেখ্য ভারতীয় বিশ্বকাপ দলে প্রথম ক্ষেত্রে জায়গা হয়নি শামির। জসপ্রীত বুমরাহ চোট পেয়ে ছিটকে যাওয়ার পরেই ভারতীয় দলে তার পরিবর্ত হিসেবে জায়গা পেয়েছেন মহম্মদ শামি। শামা টিভি এবং এবিপি নিউজের যৌথ ব্রডকাস্টে শামি এবং শাহিনকে নিয়ে কথা বলতে গিয়ে কপিল দেব বলেন ‘১টা ওভার (অজিদের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ওই ওভারে শামি নিয়েছিলেন তিন উইকেট) দেখেই তুমি কাউকে বিচার করতে পার না। আফ্রিদি (শাহিদ) একদম সঠিক কথা বলেছিল যখন ও বলে যে শেষ দুই বছরের পারফরম্যান্সের ভিত্তিতে শাহিন কতটা ভালো বোলিং করেছে। যখনই ও (শাহিন) দলে সুযোগ পেয়েছে তখনই ও পারফরম্যান্সের মধ্যে দিয়ে ম্যাচে প্রভাব ফেলেছে। আমি দুজনের মধ্যে (শামি-শাহিন) সেইভাবে তুলনাই করতে চাইব না। কারণ শামি সাম্প্রতিককালে সেইভাবে ক্রিকেটটাই খেলেনি। আমি হয়ত বুমরাহ খেললে ওর সঙ্গে শাহিনের তুলনা করতে পারতাম। শামি এবং আফ্রিদির মধ্যে অনেকটাই ফারাক রয়েছে।’
প্রসঙ্গত গতবছর আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদি প্রায় একার হাতে ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় টপ অর্ডারকে। সেই ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। কেএল রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই তিনটি বড় উইকেট নিয়েছিলেন তিনি। গত জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর থেকেই হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। অন্যদিকে শামি শেষবার ভারতের হয়ে ইংল্যান্ড সফরে টি-২০ তে খেলেছিলেন। বিশ্বকাপে তার খেলার কোনও সম্ভাবনাই ছিল না। তবে চোট আঘাতে জর্জরিত ভারতীয় দলের বিশ্বকাপের দরজা হঠাৎ করেই তার সামনে খুলে যায় বুমরাহর চোটের কারণে।
For all the latest Sports News Click Here