শামশেরায় শুধু ছেলের চরিত্রই অফার হয়েছিল রণবীরকে, ‘আদিত্যকে পটাই ডবল রোলের জন্য’!
‘শামশেরা’-য় প্রথমবার ডবল রোলে দেখা মিলবে রণবীর কাপুরের। বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করবেন কাপুর-নন্দন। সম্প্রতি জানা গেল সিনেমার পরিচালক করণ মলহোত্রা আর প্রযোজক আদিত্য চোপড়া প্রথমে রণবীরকে শুধু ছেলের চরিত্রে কাজের অফারই দিয়েছিল। তবে কী করে পরে এল বাবার চরিত্রে অভিনয়ের সুযোগও?
সিনেমায় ছেলের নাম বল্লি, আর বাবার নাম শামশেরা। রণবীর প্রেস স্টেটমেন্টে জানান, ‘যখন সিনেমাটা আমার কাছে এসে শোনানো হয়, তখন কিন্তু আমাকে ডবল রোল দেওয়া হয়নি। কিন্তু গল্প শুনেই আপার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল আদিত্য চোপড়া আর করণ মলহোত্রার কাছে, ‘আমাকে বাবার চরিত্রটাও করতে দাও’। কারণ এটা দারুণ একটা চরিত্র। একজন অভিনেতার কাছে একটা দারুণ সুযোগ। এই দুটো চরিত্র দারুণ ইন্টারেস্টিং একটা অভিনেতার জন্য, আর একে-অপরের থেকে একদম আলাদা। তাই গল্প শুনেই আমি উত্তেজিত ও আগ্রহী হয়ে পড়েছিলাম।’ আরও পড়ুন: প্রথমবার ডবল রোল, ডাকাতের বেশে মারকাটারি রণবীর কাপুর! শুধুই ‘আই ক্যান্ডি’ বাণী
‘শামশেরা’ দিয়েই চার বছর পর রুপোলি পর্দায় ফিরছেন রণবীর। এর আগে তাঁকে দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ‘সঞ্জু’-তে। ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত আর বানী কাপুরও। ‘শামশেরা’র পরই মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’। আপাতত রণবীরের এই দুই ছবি নিয়েই দারুণ উন্মাদনা।
পরিচালক করণ মালহোত্রার এই ছবির প্রেক্ষাপট ১৮৭১ সাল। ছবিতে রণবীরের পাশাপাশি রয়েছেন সঞ্জয় দত্ত এবং বাণী কাপুরও। কাল্পনিক কাজা শহরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবির গল্প। ছোট থেকেই দাসত্বের শৃঙ্খল পায়ে নিয়ে বড় হয়েছে শামসেরা। এরপর নিজের জাতিকে রক্ষার দায় কাঁধে তুলে নেয় সে। ‘স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়’ ছবির ট্রেলারে বার্তা ‘শামশেরা’ রণবীরের। দারোগা শুদ্ধ সিং (সঞ্জয় দত্ত)-এর অত্যাচারে নিপীড়িত মানুষদের দুর্দশার চিত্র এবং সেই দাসত্ব থেকে মুক্তির লড়াই উঠে আসবে এই ছবিতে।
For all the latest entertainment News Click Here