শাবনিমের দুরন্ত বোলিং, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা
আইসিসি মহিলা বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে হারল পাকিস্তান। টুর্নামেন্টের গ্রুপ লিগে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হল। এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল দক্ষিণ আফ্রিকা। এদিন প্রোটিয়ারা পাকিস্তানকে ছয় রানে হারাল। দক্ষিণ আফ্রিকার আগে ভারত ও অস্ট্রেলিয়ার কাছেও হেরেছিল পাকিস্তান। অন্যদিকে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল দক্ষিণ আফ্রিকা। এর আগে তারা বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছিলেন।
এদিন অবশ্য জয়ের সামনে পৌঁছে ছিল পাকিস্তান। এদিনের ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটের বিনিময়ে ২২৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৯১ বলে ৭৫ রান করেন লরা ওলভার্ড। ১০২ বলে ৬২ রানের ইনিংস খেলেন দলের ক্যাপ্টেন সুনে লুসু। এছাড়া ট্রায়ান ও তৃষা চেট্টি ৩১ রান করেন। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছিলেন ফাতিমা সানা ও গুলাম ফাতিমা।
আইসিসি মহিলা বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে হারল পাকিস্তান। টুর্নামেন্টের গ্রুপ লিগে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হল। এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল দক্ষিণ আফ্রিকা। এদিন প্রোটিয়ারা পাকিস্তানকে ছয় রানে হারাল। দক্ষিণ আফ্রিকার আগে ভারত ও অস্ট্রেলিয়ার কাছেও হেরেছিল পাকিস্তান। অন্যদিকে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল দক্ষিণ আফ্রিকা। এর আগে তারা বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছিলেন।
এদিন অবশ্য জয়ের সামনে পৌঁছে ছিল পাকিস্তান। এদিনের ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটের বিনিময়ে ২২৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৯১ বলে ৭৫ রান করেন লরা ওলভার্ড। ১০২ বলে ৬২ রানের ইনিংস খেলেন দলের ক্যাপ্টেন সুনে লুসু। এছাড়া ট্রায়ান ও তৃষা চেট্টি ৩১ রান করেন। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছিলেন ফাতিমা সানা ও গুলাম ফাতিমা। |#+|
জবাবে ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান ২১৭ রানের মধ্যেই গুটিয়ে যায়। ওমামিয়া শোহেল ১০৪ বলে ৬৫ রান করেন এবং ৭২ বলে ৫৫ রানের ইনিংস খেলেন নিদা দার। ম্যাচের একটা সময় মনে হয়েছিল ম্যাচ প্রায় পকেটে তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারপর হঠাৎ রানের গতি বৃদ্ধি করে পাকিস্তান। ৪৫ ওভারের পর থেকে দুরন্ত ক্রিকেট শুরু করে পাকিস্তানের মহিলা দল। ৪৬তম ওভারে ৯ রান নেয় তারা, এরপরে ৪৭তম ওভারে এক উইকেটের বিনিময়ে ৮ রান তোলে তারা। যখন তিন ওভারে পাকিস্তানের ৩০ রান দরকার ছিল তখন নিদা দর দুরন্ত খেলেন। ৪৮তম ওভারে রান তোলে পাকিস্তান।
১২ বলে যখন ২২ রান দরকার ছিল তখন ৪৯ ওভারে ১ উইকেটের বিনিময়ে পাকিস্তান তোলে ১২ রান। শেষ ওভারে ১০ দরকার ছিল পাকিস্তানের। কিন্তু শেষ ওভার দুরন্ত বল করেন শাবনিম ইসমাইল। শেষ ওভারে দুই উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টানে দক্ষিণ আফ্রিকা। ৬ রানে ম্যাচ জেতে প্রোটিয়ারা।
For all the latest Sports News Click Here