শান্তিভঙ্গের অভিযোগ!দেবের নামে হাইকোর্টে নালিশ প্রৌঢ় প্রতিবেশীর,রায় দেবে পুরসভা
এবার টলিউড অভিনেতা তথা সাংসদ দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে নালিশ ঠুকল এক প্রৌঢ় দম্পতি। অভিযোগ টলিউড তারকার ফ্ল্যাট থেকে নাকি গানবাজনার আওয়াজ গমগম করে যখন-তখন। তাঁদের অভিযোগ, বসবাসের জায়গায় থাকেন দেব, অথচ ফ্ল্য়াটেই খুলে বসছেন মিউজিক স্টুডিও। যদিও এই অভিযোগের ব্যাপারে সরাসরি কোনও পদক্ষেপ নিল না উচ্চ আদালত। দেবের প্রতিবেশীকে কলকাতা পুরসভার দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট।
পুরসভা সূত্রে খবর খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে পুরসভার লাইলেন্স বিভাগের প্রধান ম্যানেজার। দক্ষিণ কলকাতার একটি আবাসনের বাসিন্দা দেব। নায়কের প্রতিবেশী নিকোলাস ওয়ারেন বার্ড মামলাটি করেছেন দেবের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, মিউজিক স্টুডিয়োর জেরে দেবের ফ্ল্যাট থেকে হামেশাই গান, বাজনার শব্দ বাইরে আসে। এর ফলে তাঁর অসুস্থ স্ত্রীকে নাকাল হতে হয়। এই নিয়ে আবাসন কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি, তাই আইনি পথে হাঁটেন ওয়ারেন বার্ড। গত বছরই এই মামলা নিয়ে কলকাতা পুরসভার অবস্থান জানতে চেয়েছিল কোর্ট। কেএমসি-র তরফে জানানো হয়, দেবেকে ফ্ল্যাটে ব্যবসা করার লাইসেন্স দেওয়া হয়েছিল নিয়ম মেনেই। দেবের পক্ষ থেকেও জানানো হয়, কারুর কোনওরকম অসুবিধা করার কোনও উদ্দেশ্য নেই তাঁর, যথাসাধ্য শান্ত পরিবেশেই ব্যবসায়িক কাজ চলে। আবাসনের সব নিময়ই মেনে চলছেন তিনি।
প্রবীণ দম্পতি অবশ্য় অভিযোগ করেছেন, দেবকে মিউজিক স্টুডিয়ো খোলার অনুমতি দেয়নি আবাসন কর্তৃপক্ষ। দুই প্রতিবেশীর এই ঝামেলা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে পৌঁছায়। পরে ডিভিশন বেঞ্চ মামলার দায়িত্বাভার সপেঁ দেয় কলকাতা পুরসভার হাতে। ইতিমধ্যেই নাকি গোটা বিষয় নিয়ে আলোচনা শেষ পুরসভায়, শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে।
প্রবীণ দম্পতির আইনজীবী পার্থসারথি দেববর্মন আনন্দবাজার পত্রিকাকে জানান, ‘বসবাসের জায়গায় কখনই এভাবে ব্যবসা করা যায় না। পুরসভার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’
For all the latest entertainment News Click Here