শাড়িতেই সোনা ও রুপো, ১০৮ রং, সোনমের রাজকীয় পোশাকে আছে মুর্শিদাবাদেরও যোগ
লন্ডনের সাউথ অডলি স্ট্রিটের নেহেরু সেন্টারে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ফায়ারসাইড চ্যাটে অংশ নিয়েছিলেন অভিনেত্রী-ফ্যাশন আইকন সোনম কাপুর। লেখক আমিশ ত্রিপাঠির সঙ্গে এই সেশনে অংশ নেন বলি ডিভা।
পঙ্কজ এস হেরিটেজের লেবেলের জমকালো শাড়িতে রাজকীয় লুকে চ্যাট সেশনে দেখা মেলে সোনমের। ভারতীয় টেক্সটাইল ঐতিহ্যের সমৃদ্ধ এই ব্র্যান্ডের পোশাক। এই লেবের শাড়িতে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সোনম। অভিনেত্রী লেখেন, ‘সাউথ অডলি স্ট্রিটের জমকালো নেহরু সেন্টারে প্রিয়তম @authoramish-এর সঙ্গে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ফায়ারসাইড চ্যাটে গিয়েছিলাম। একজন প্রতিভাবান ডিজাইনার @pankai_s_heritage-এর তৈরি সুন্দর শাড়িতে প্রতিনিধিত্ব করেছি’।
সোনমের বোন রিয়া কাপুর ইভেন্টের জন্য অভিনেত্রীর স্টাইল করেছিলেন। সেলিব্রিটি স্টাইলিস্ট বিদিপ্ত দাস রাজকীয় লুকে সোনমের ছবি পোস্ট করেছেন। শাড়ি সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি। আরও পড়ুন: জাতীয় চিকিৎসক দিবস: বিনোদন জগতে না থাকলে এই ৫ সেলেব হতেন চিকিৎসক
আসল রুপো সোনার তার, রেশমের ১০৮টি রঙ
বিদীপ্ত দাসের পোস্ট অনুসারে, সোনমের সোনা এবং ব্রোঞ্জের গুলকারি বা একতার এমব্রয়ডারি করা শাড়িকে বলা হয় ভ্যান বৈভব বা ‘জঙ্গলের ঘনঘটা’। এটি ‘শ্রীনগরে ১০৮ রঙের রেশম, আসল সোনা এবং রুপোর ব্যবহার করে তৈরি সুতোর কাজ।’ উপরন্তু, বেস টেক্সটাইল হল মুর্শিদাবাদ, বাংলার ঢাকাই টিস্যু এবং বর্ডারের অংশটি বেনারসে বোনা আসল জরি কোরা। বিদিপ্তর পোস্টে আরও বিস্তারিত লেখা রয়েছে এ বিষয়।
সোনমের সোনা-ব্রোঞ্জের গোটা শাড়ি জুড়ে রয়েছে সুতোর কাজ। গাছপালা, পশু-পাখি, সহ জঙ্গলের নানা দৃশ্যের কথা মনে করিয়ে দেয়। শাড়ির সঙ্গে জঙ্গনের দৃশ্য থেকে অনুপ্রাণিত গোল গলা একটি ব্লাউজ পরেছেন অভিনেত্রী। একটি অ্যানিমেল প্রিন্ট শাল কাঁধে রেখেছেন। পান্না ড্রপ কানের দুল, স্টেটমেন্ট সোনার আংটি এবং হাই হিলের সঙ্গে গোটা সাজ সম্পূর্ণ সোনমের। নিঁখুত মেকআপে অপরূপা অভিনেত্রী।
উল্লেখ্য, দিন দুই আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বাসভবনে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ১০ ডাউনিং স্ট্রিটে ঋষি সুনকের বাসভবনে অনুষ্ঠীত হওয়া ‘ইন্ডিয়া-ইউকে’তে যোগ দিয়েছিলেন অভিনেত্রী।
শীঘ্রই মুক্তি পেয়েছে সোনম কাপুরের নতুন ছবি ‘ব্লাইন্ড’। এরই মাঝে নেটমাধ্যমের পাতায় ছবি পোস্ট করে বলিউড অভিনেত্রী জানিয়েছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বাসভবনে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিয়েছিলেন তিনি। কিছুদিন আগেই উইন্ডসর রাজপ্রাসাদে রাজা চার্লসের সেই রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here