শাকিব ‘ধোকা দেওয়ায়’ বাংলাদেশ ভালো লাগছে না অপুর, কলকাতায় ছেলে নিয়ে কী কী করছেন?
Bangladesh Actor Apu Biswas In Kolkata: কয়েকদিন ধরেই বাংলাদেশ মিডিয়া উত্তাল শাকিব খান আর শবনম বুবলির কেস নিয়ে। গত সপ্তাহেই যৌথ বিবৃতি দিয়ে এই দুই তারকা ঘোষণা করেন তাঁদের ছেলে বীরের কথা। আর তারপরেই মুখে কুলুপ আঁটলেন শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। শুধু তাই নয়, বাংলাদেশ ছেড়ে সোজা চলে এলেন কলকাতায় ছেলে আব্রাহাম জয়কে সঙ্গে নিয়ে।
বড় ছেলের ছয় বছরের জন্মদিনে ‘হ্যাপি ফ্যামিলি’ লিখে পোস্ট করেছিলেন শাকিব। আর তার থেকে অনেকের মনেই ধারণা হয়েছিল যে হয়তো সব ঠিক হয়ে গিয়েছে শাকিব আর অপুর মধ্যে। তবে বুবলী বুঝিয়ে দেন সেটা আর সম্ভব নয়। কারণ অপুর সঙ্গে শাকিব যেমন করেছেন, তেমনটাই করেছেন বুবলীর সঙ্গেও। বিয়ে আর বাচ্চা দুটোই বছরের পর বছর ধরে লোকচক্ষুর আড়ালে রেখেছেন।
৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘ঈশা খাঁ’ সিনেমার জন্যও বাংলাদেশে থাকলেন না অপু। স্বভাবতই প্রশ্ন উঠছে এত মন খারাপ? সোমবার কলকাতার শোভাবাজার রাজবাড়িতে লাল শাড়িতে অষ্টমীর অঞ্জলি দিয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী। রাজবাড়ি অন্দর ঘুরে দেখেন। খোশ মেজাজে রাজবাড়ির সদস্যদের সঙ্গেও সময় কাটান। তবে এদেশের সংবাদমাধ্যমের একাধিক প্রশ্ন সত্ত্বেও নিজের সিনেমা মুক্তিতে কেন বাংলাদেশে থাকলেন না, শাকিব-বুবলীর ইস্যু নিয়ে মুখ খুললেন না।
এদিকে শবনম বুবলী আজ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ের তারিখ। লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন।’ সঙ্গে শাকিবের সঙ্গে নিজের কিছু ছবিও পোস্ট করেন।
For all the latest entertainment News Click Here