‘শাকিবের সঙ্গে কথা বললেই থাপ্পড়’, অপুর মায়ের কেন অপছন্দ বাংলাদেশের সুপারস্টারকে
শাকিব খান আর অপু বিশ্বাস শুধু ওপার বাংলার নয়, এপারের মানুষের মনেও জায়গা করে নিয়েছেন পাকাপোক্ত ভাবে। দুজনেই সে দেশের সুপারস্টার। একসময় জুটিতে উপহার দিয়েছেন একের পর এক হিট। সেইসময় লুকিয়ে বিয়েও করেছিলেন। চুটিয়ে প্রেম করার পর ২০০৮ সালে হয়েছিল বিয়েটা। ২০১৬ সালে ছেলে জয়ের জন্মের পর প্রথমবার সবার সামনে সে খবর নিয়ে আসেন অপু। ছেলে কোলে হাজির হয়েছিলেন বাংলাদেশেরই এক সংবাদমাধ্যমে। শাকিবের সঙ্গে বিয়ে থেকে সংসার, ছেলের জন্ম সবটা ফাঁস করে বোমা ফাটিয়েছিলেন। আর তারপর থেকেই খারাপ হয় তাঁদের সম্পর্কের সমীকরণ। ব্যক্তিগত জীবনের এভাবে হাটে হাড়ি ভাঙা মেনে নিতে পারেননি শাকিব।
তবে সবটাই এখন অতীত। দুজনে অনেকদিন হল আলাদা হয়েছেন। তবে ছেলে আব্রাহাম খান জয়ের দায়িত্ব পালন করেন যৌথভাবে। শুনলে অবাক হবেন, অপুর মায়ের প্রথম থেকেই নাকি পছন্দ ছিল না শাকিবকে। অপু নিজেই সেকথা জানালেন বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে। আরও পড়ুন: ‘আদালতের রায়…’, কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন সলমন, কী দাবি?
অপুকে বলতে শোনা গেল, ‘মা একসময় শাকিবের সঙ্গে কথাও বলতে দিত না। সেটেও সব সময় বসে থাকত আমার সঙ্গে। সেটে শাকিবের সঙ্গে বেশি কথা বললে মায়ের কাছে থাপ্পড়ও খেয়েছি।’ আসলে শাকিবের সঙ্গে অপুর সম্পর্ক ভালো চোখে দেখেননি নায়িকার মা। বাংলাদেশের এই সুপারস্টার নায়ককে তাই বলেছিলেন, ‘তোমাদের দু’জনের পছন্দ হলে বিয়ে করো। তার পর ঘুরো। আমি ভালবেসে আদর করে কষ্ট করে মেয়ে বড় করেছি। তোমাদের দু’জনের মত থাকলে আমাদের সমস্যা নেই।’
সম্প্রতি অপু মেনে নিয়েছেন অত ছোট বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি ভুলই করেছিলেন। প্রসঙ্গত, শাকিবের সঙ্গে ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের পর থেকে একাই আছেন তিনি। শাকিব যদিও ফের লুকিয়ে বিয়ে করেন বাংলাদেশের আরেক নায়িকা বুবলীকে। তাঁদেরও একটি ছেলে হয় আমেরিকায়। বুবলীও ঠিক অপুর দেখানো পথ ধরেই প্রথমে বেবিবাম্পের ছবি সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করে চমকে দেন। পরে মেনে নেন শাকিবই তাঁর স্বামী। তাঁদের ছেলের নাম রেখেছেন বীর। খবর, বুবলীর থেকেও নাকি আলাদা হয়ে গিয়েছেন শাকিব।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here