শাকিবের নামে মানহানির মামলা! ক্ষতিপূরণ হিসেবে কত কোটি চাইলেন প্রযোজক
বাংলাদেশে শাকিব খান এবং রহমত উল্লাহ খানের তরজা অব্যাহত। কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। এই বিষয়ে উল্লেখযোগ্য কয়েক মাস আগে এই বাংলাদেশি অভিনেতার বিরুদ্ধে অস্ট্রেলিয়া নিবাসী প্রযোজক রহমত উল্লাহ ধর্ষণের অভিযোগ আনেন। সেই থেকেই দুজনের মধ্যে ঝামেলা শুরু।
২০১৭ সালে অপারেশন অগ্নিপথ নামক একটি ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন শাকিব খান। সেখানেই নাকি তিনি তাঁর এই ছবির সহ প্রযোজককে ধর্ষণ করেন। এমন অভিযোগই আনেন প্রযোজক রহমত উল্লাহ। এরপরই বাংলাদেশে শুরু হয়ে যায় হইচই।
শাকিবও ছাড়বার পাত্র নন। তিনিও এরপর এই প্রযোজকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মামলা করেন। এবার অভিনেতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন প্রযোজক। তাঁর মতে সংবাদমাধ্যমের কাছে শাকিব তাঁকে নিয়ে যা যা বলেছেন তাতে নাকি তাঁর সম্মানহানি হয়েছে।
প্রযোজক অভিনেতার বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেছেন। সেখানে তিনি ৪৯৯, ৫০০, এবং ৫০১ ধারায় মামলা করেছেন। আপাতত আদালতের নির্দেশে পুলিশ এই মামলার তদন্ত করছে। প্রযোজক দাবি করেছেন শাকিবের বলা নানা কথায় নানা সময় তাঁর মানহানি ঘটেছে। সেই কারণে তিনি ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেতার থেকে। বাংলাদেশের সংবাদ সংস্থার তরফে যোগাযোগ করা হলে রহমত উল্লাহ তাঁদের বলেন শাকিব তাঁর বিরুদ্ধে যা যা কেস করেছেন সেগুলোর জবাব তিনি কোর্টে দেবেন। আইনি লড়াই আইনি পথেই লড়বেন। তবে তিনি তাঁর বিরুদ্ধে এই মামলা করেছেন কারণ অভিনেতা তাঁর নামে যে যে মন্তব্যগুলো করেছেন, যে অভিযোগ এনেছেন সেগুলো মানহানিকর।
শাকিবের তরফে তাঁর আইনজীবী জানিয়েছেন বিষয়টা নিয়ে তাঁরা অবগত। তাঁরাও যথাযথ পদক্ষেপ নেবেন এই বিষয়ে।
বর্তমানে শাকিব খান (Shakib Khan) আর বিতর্ক দুই যেন এখন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। বিতর্ক যেন কিছুতেই এই বাংলাদেশি অভিনেতার পিছু ছাড়ছে না। দীর্ঘদিন ধরেই তাঁর এবং তাঁর ছবির প্রযোজকের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলেছে। এবার এই মানহানির মামলা যেন সেটাকে আরও উসকে দিল।
For all the latest entertainment News Click Here