শাকিবকে টপকে দ্রুততম শতরান মুশফিকের, ফের সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড বাংলাদেশের
দুর্বল আয়ারল্যান্ডকে সামনে পেয়ে একের পর এক ব্যক্তিগত রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুধু ব্যক্তিগত নজির নয়, বরং বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে দলগতভাবে নিজেদের পুরনো রেকর্ড ভঙেই চলেছে। সিরিজের প্রথম ম্যাচে একাধিক নজির গড়ার পরে এবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও সেই ধারা বজায় রাখেন মুশফিকুর রহিমরা।
সোমবার সিলেটে বাংলাদেশ তাদের সর্বোচ্চ দলগত ওয়ান ডে ইনিংসের নতুন রেকর্ড গড়ে। সেই সঙ্গে বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ান ডে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন মুশফিকুর।
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যক্তিগত নজির:-
১. সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলার পথে ৭০০০ রানের মাইলস্টোন টপকে যান শাকিব আল হাসান।
২. বাংলাদেশের হয়ে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশেই সব থেকে বেশি ৯২ রানের ইনিংস খেলেন তাওহিদ হৃদয়।
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচে দলগত নজির:-
১. বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান তোলে, যা ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সেই সময় তাদের সর্বোচ্চ দলগত ইনিংস। তার আগে বাংলাদেশের সর্বোচ্চ দলগত ওয়ান ডে ইনিংসের রেকর্ড ছিল ৮ উইকেটে ৩৩৩ রানের, যা তারা ২০১৯ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গড়ে তোলে।
২. আয়ারল্যান্ডকে মাত্র ১৫৫ রানে অল-আউট করে ১৮৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটিই বাংলাদেশের সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে ২০২০ সালে সিলেটেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬৯ রানে ম্য়াচ জেতে বাংলাদেশ। এতদিন সেটি ছিল তাদের রেকর্ড ব্যবধানে ওয়ান ডে ম্যাচ জয়।
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ব্যক্তিগত নজির:-
১. মুশফিকুর রহিম মাত্র ৬০ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। বাংলাদেশর হয়ে ওয়ান ডে ক্রিকেটে এটিই কোনও ব্যাটসম্যানের সব থেকে কম বলে শতরানের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল শাকিব আল হাসানের নামে। তিনি ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেন।
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দলগত নজির:-
বাংলাদেশ টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৪৯ রান তোলে। সুতরাং, ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এখন এটি তাদের সর্বোচ্চ দলগত ইনিংস। গত ম্যাচের ৮ উইকেটে ৩৩৮ রানের রেকর্ড ভেঙে দেয় বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং:-
১. মুশফিকুর রহিম ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন।
২. লিটন দাস ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭১ বলে ৭০ রান করে আউট হন।
৩. নাজমুল হোসেন শান্ত ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৭ বলে ৭৩ রান করে মাঠ ছাড়েন।
৪. তাওহিদ হৃদয় ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৯ রান করে আউট হন।
For all the latest Sports News Click Here