শহরে একের পর এক খুন, কিনারায় গোয়েন্দাদের দ্বারস্থ পুলিস!
শহরে একের পর এক মন্ত্রীর খুন হচ্ছেন। পুলিশ প্রশাসন থেকে সংবাদমাধ্যমা, জনতা সকলেই তটস্থ। কে বা কারা খুন করছে, কীই বা তাঁদের উদ্দেশ্য, কেউ জানে না! অথচ সকলেই চান খুনের কিনারা হোক। অগত্য খুনের কিনারা করতে একজন প্রাইভেট গোয়েন্দার দ্বারস্থ হয় পুলিস। যিনি কিনা আবার পূর্বে তাঁর কর্মজীবনে একজন হেভিওয়েট পুলিস আধিকারিক ছিলেন। তবে নাহ, উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এগুলি বাস্তব নয়, সবটাই সিনেমার গল্প। এমনই গল্প নিয়ে আসছে পরিচালক সৌভিক দে-র ছবি বরফি।
খুনের ঘটনার পাশাপাশি এই ছবিতে একটি ত্রিকোণ সম্পর্কের গল্পও উঠে আসবে। যেখানে দেখা যায়, গল্পের চরিত্র বরফি একজন স্কুলের প্রিন্সিপাল। যিনি কিনা তাঁর ভাই সূর্য এবং ভাইয়ের বান্ধবী শ্যামলীর সম্পর্ক মেনে নিতে পারে না। তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। অন্যদিকে গোয়েন্দা মহেন্দ্র এবং সরকারি লক্কা খুনের তদন্তও সমান্তরাল ভাবে চালিয়ে যেতে থাকেন। তবে খুন বন্ধ হচ্ছে না। শেষপর্যন্ত খুনি ধরা পড়বে কিনা, এর পিছনে কী রহস্য রয়েছে, তা ছবি মুক্তির পরই জানা যাবে।
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেন, গুলশন পাণ্ডে, অভিজিৎ গুহ, চান্দ্রেয়ী ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনামিকা সাহা, অমিত শেট্টি, পিয়ালি চক্রবর্তী, অরিত্র দত্ত বণিকের মতো অভিনেতাদের।
ছবির গল্প লিখেছেন সায়ন রয়্যান ও সৌভিক দে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। এম. এস. ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে, মীনা শেঠি মণ্ডলের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘বরফি’।
For all the latest entertainment News Click Here