শহরের অনিন্দ্যর রহস্যময় পোস্ট, স্বেচ্ছামৃত্যুর ইঙ্গিত পেয়ে ছুটে গেলেন সিধু
আচমকাই মৃত্যু নিয়ে পোস্ট শহর ব্যান্ডের লিড ভোকালিস্ট অনিন্দ্য বসুর। জনপ্রিয় যখন নীরবে দূরে গানটির গায়ক শুক্রবার, ১০ মার্চ সন্ধ্যায় তাঁর ফেসবুক প্রোফাইলে স্বেচ্ছামৃত্যু নিয়ে পোস্ট করেন। এরপরই তাঁর পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। বাড়তে থাকে অনুরাগী, বন্ধু, নিকটজনদের চিন্তা। উদ্বেগের মধ্যে সময় কাটাতে থাকেন সকলে। তবে উৎকণ্ঠা নিয়ে বসে থাকতে পারলেন না তাঁর বহুদিনের বন্ধু সিধু। হ্যাঁ, ক্যাকটাস ব্যান্ডের লিড ভোকালিস্ট এই পোস্ট দেখে সঙ্গে সঙ্গেই ছুটে যান অনিন্দ্যর বাড়িতে।
কী লিখেছিলেন গায়ক? ফেসবুকের প্রোফাইল এদিন অনিন্দ্য লেখেন, ‘নিজেকে খুব খারাপ লাগছে, তাই বিদায় নিচ্ছি। যাঁরা আমাকে ভালোবেসেছেন,আদর দিয়েছেন, সেই ছোট্টবেলা থেকে পছন্দ করেছেন তাঁদের প্রত্যেককে প্রণাম। আমি খুব খারাপ মানুষ তাই চলে যাওয়াই ভাল। আমি আপনাদের যোগ্য নই, আমার এই স্বেচ্ছামৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ তিনি তাঁর পোস্টের শেষে লেখেন তাঁর ‘ঘুম পাচ্ছে।’ এই পোস্ট দেখেই ঘুম উড়েছে অনেকের। তাঁর এমন পোস্ট দেখে অনেকেই ভয় পেয়ে গিয়েছেন। কমেন্ট বক্সে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। প্রশ্ন, মন্তব্যে ছেয়ে গিয়েছিল পোস্ট। উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর অনুরাগীরা।
কিন্তু পরে জানা গেল গায়ক ঠিক আছেন। সিধু এই পোস্টেই কমেন্ট করে জানান তিনি তাঁর বন্ধুর বাড়িতে পৌঁছেছেন। তিনি লেখেন, ‘কেউ চিন্তা করবেন না। আমি ওর বাড়ি পৌঁছে গিয়েছি। যথাযথ যত্ন নেওয়ার চেষ্টা করছি। আমার বাড়ি নিয়ে যাচ্ছি ওকে।’
তবে সিধু যতই আশ্বাস বাণী দিন না কেন অনুরাগীরা কিন্তু এখনও শান্ত হতে পারছেন না। কেন এমন পোস্ট করেছিলেন অনিন্দ্য? তিনি কি সত্যি কোনও চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন? নাকি স্রেফ রসিকতা করেছিলেন? উত্তর পাওয়ার চেষ্টা করছেন অনেকেই। ইতিমধ্যেই তিনি তাঁর এই পোস্ট ডিলিট করে দিয়েছেন। তবে রহস্য থেকেই গিয়েছে। কী হয়েছিল আদতে তাঁর, সেটা এখনও অজানা।
For all the latest entertainment News Click Here