শর্ট বল এলেই ‘কাঁপুনি’, ১১ ম্যাচে ৩ বার এভাবেই আউট হলেন ভারতের ‘ভবিষ্যত’ শ্রেয়স
শর্ট বলে যে ‘আতঙ্ক’ আছে, তা আগে থেকেই জানা ছিল। তবে ভারতের গতিময় পিচেই (কিছুটা) যে শর্ট বলে শ্রেয়স আইয়ারের ‘কাঁপুনি’ ধরে যাবে, তা দেখিয়ে দিল এবারের আইপিএল। ১১ টি ইনিংস (একবার নট আউট থেকেছেন, ১০ বার আউট হয়েছেন) তিনবার আউট হয়েছেন শর্ট বলে। সার্বিকভাবে পাঁচবার পেসারদের উইকেট দিয়ে এসেছেন।
(LSG vs KKR ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)
শনিবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে শর্ট বলে আউট হন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক শ্রেয়স। নিঁখুত পরিকল্পনা মতো শ্রেয়সের মুখের সামনে শর্ট বল করেন দুষ্মন্ত চামিরা। কবজির মোচড়ে পুল শট মারার চেষ্টা করেন। কিন্তু ব্যাটে লেগে উপরে উঠে যায় বল। স্কোয়ার লেগে দাঁড়িয়ে বাকি কাজটা সেরে ফেলেন আয়ুষ বাদোনি।
সেই আউটের পরই শর্ট বলের বিরুদ্ধে শ্রেয়সের দুর্বলতা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। যে শ্রেয়সকে ভারতের ভবিষ্যত হিসেবে বিবেচনা করা হচ্ছে, শর্ট বলের বিরুদ্ধে তাঁর এরকম অবস্থায় রীতিমতো ভীত হয়ে উঠেছেন ক্রিকেট ভক্তরা। একাংশের বক্তব্য, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হতে চলেছে। সেখানে তো আরও সঙ্গীন অবস্থা হবে শ্রেয়সের। তাঁর বিরুদ্ধে তো একটা ওষুধই যথেষ্ট হয়ে যাবে – শর্ট বল।
এবার আইপিএলে কতবার শর্ট বলে আউট হয়েছেন?
১) কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স: ড্যানিয়েস স্যামসের শর্ট বলে পুল মারতে গিয়েছিলেন। যথারীতি ঠিকমতো মারতে পারেননি। স্কোয়ার লেগের ফিল্ডার দু’হাত ভরে স্বাগত জানিয়ে শ্রেয়সের ক্যাচ নেন।
২) কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্য়ালস (২ মে): ট্রেন্ট বোল্টের শর্ট বলে পুল খেলতে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন শ্রেয়স। ক্যাচ নেন সঞ্জু স্যামসন।
আরও পড়ুন: KKR vs LSG IPL 2022: ‘নির্দিষ্ট কম্বিনেশন খুব দরকারি’, বারবার দল পালটানোর পর ‘উপলব্ধি’ শ্রেয়সের!
৩) কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্টস: শনিবারও শর্ট বলে আউট হওয়ার ধারায় পরিবর্তন হয়নি শ্রেয়সের।
তিনবার শর্ট বলে আউট হওয়ার পাশাপাশি আরও দু’বার পেসারদের বিরুদ্ধে আউট হয়েছেন ভারতের ‘ভবিষ্যৎ’। একবার দিকবিদিকশূন্য হয়ে উমরান মালিকের ইয়র্কারে বোল্ড হয়েছেন। অন্যবার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন।
For all the latest Sports News Click Here