‘শরীরী ভাঁজকে আদর করুন, ভালবাসার সঙ্গে যত্ন নিন’, খোলামেলা মেজাজে স্বস্তিকা
একবিংশ শতকে বাস করেও এখন শরীরের গঠন এবং পোশক নিয়ে অনেকে ক্ষেত্রেই কটাক্ষের শিকার হন অনেকে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা সবথেকে বেশি চোখে পড়ে। তারকাদের তো সবথেকে বেশি এইসব পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এবার বডি শেমিং নিয়ে সরব অভিনেত্রী স্বস্তিকা।
কাজের পাশাপাশি বোল্ড অবতারের জন্য সবসময় চর্চায় থাকেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিপাড়ার প্রথমসারির অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত তিনি। ‘প্রাউড’ সিঙ্গল মাদার। তাঁর জীবনের প্রেম, সম্পর্ক সব কিছু নিয়েই অকপট নায়িকা। এবার স্বস্তিকা মুখ খুললেন বডি শেমিং নিয়ে। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে স্বস্তিকা উপলব্ধি করানোর চেষ্টা করেছেন, আমাদের কীভাবে আত্ম ভালবাসায় মনোনিবেশ করা উচিত এবং সৌন্দর্যের সংজ্ঞা কী।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বেশ কিছু সাহসী ছবি পোস্ট করেন অভিনেত্রী। খোলা পিঠ ভারী সবুজ সিল্কের শাড়ি পরে নতুন স্টেটমেন্ট রাখলেন স্বস্তিকা। ফিল্ম ইন্ডাস্ট্রির চলতি ধারণার পক্ষে প্রশ্ন রাখেন নায়িকা। প্রতিটা শরীর সুন্দর। উন্মুক্ত পিঠে বার্তা তাঁর। অবাস্তব কল্পনার পরিবর্তে আসল সৌন্দর্যের মান কেমন হওয়া উচিত, তা দেখিয়ে নয়া বার্তা নায়িকার। শরীরের ভাঁজ নিয়েও কথা বললেন অভিনেত্রী। এগিয়ে আসতে বললেন অন্যান্য মহিলাদের।
ফ্যাশন ইন্ডাস্ট্রির সৌন্দর্যের চলতি ধ্যান-ধারণা তিনি তোয়াক্কা করেন না। চল্লিশে পা দিয়েও দিন দিন আরও সুন্দরী হচ্ছেন অভিনেত্রী। নিজেকে সমাজের নিয়মে বেঁধে রাখেননি। স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। তবে নিজেকে ভাল রাখবার চেষ্টায় ব্রতী তিনি। তাঁর এই বক্তব্যকে সর্মথন জানিয়েছেন অনেকেই।
প্রায়শই সাইবার বুলিংয়ের শিকার হন বহু তারকা। তাঁদের শরীরের ওজন বা ত্বকের রঙ সমাজের দ্বারা নির্ধারিত তথাকথিত সৌন্দর্যের মান প্রতিফলিত করতে পারে না। তা নিয়েই খোলামেলা মেজাজে নায়িকা। স্বস্তিকার মতে, প্রত্যেকেরই শারীরিক গঠন নিয়ে ইতিবাচক থাকা প্রয়োজন। সমাজ এবং তথাকথিত সংস্কৃতি কীভাবে আদর্শ আকৃতি, আকার এবং চেহারাকে নিয়ে মাতামাতি করে সেদিকে মাথা ঘামানোর প্রয়োজন নেই।
টলিউড থেকে বলিউড এখন দাপিয়ে বেড়াচ্ছেন স্বস্তিকা। গত বছর আমাজন প্রাইমের সিরিজ ‘পাতাল লোক’ ও ‘দিল বেচারা’ ছবিতে স্বস্তিকার অভিনয় নজর কেড়েছে। টলিগঞ্জেও ‘গুলদস্তা’, ‘তাসের ঘর’-এর মতো প্রোজেক্টে দেখা গিয়েছে স্বস্তিকাকে।
For all the latest entertainment News Click Here