শতরান হাতছাড়া করলেন দিমুথ, গল টেস্টের দ্বিতীয় দিনে লড়াইয়ে ফিরল শ্রীলঙ্কা
শুভব্রত মুখার্জি: ∆ অস্ট্রেলিয়া:- ৩৬৪/১০ ∆ শ্রীলঙ্কা:- ১৮৪/২
গলের প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দল। সেই অবস্থাতেই দ্বিতীয় টেস্টে খেলতে নেমে স্টিভ স্মিথের শতরানে উপর দাঁড়িয়ে প্রথম দিনটা নিজেদের নামে করেছিল অস্ট্রেলিয়া দল। প্রথম দিনটা অজিদের হলেও দ্বিতীয় দিনটা দারুণ খেলল শ্রীলঙ্কা। এদিন সকালে ৬৬ রানে শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ৩৬৪ রানে থামিয়ে দেয় লঙ্কান বোলাররা। এরপর ব্যাট হাতেও দারুণ করলেন লঙ্কানরা। ফলে দ্বিতীয় দিনের শেষে জমে গেল টেস্ট ম্যাচ।
আরও পড়ুন… আন্তর্জাতিক T20 থেকে কবে নেবেন অবসর? ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ
দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৮৪ রান। কুশল মেন্ডিস ৮৪ ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ৬ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৮০ রানে পিছিয়ে রয়েছে লঙ্কানরা। তাদের হাতে রয়েছে ৮টি উইকেট।
আরও পড়ুন… আন্তর্জাতিক T20 থেকে কবে নেবেন অবসর? ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ
৮৬ রান করে সাজঘরে ফিরে গিয়েছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। অজিদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও মিচেল সোয়েপসন। উল্লেখ্য স্টিভ স্মিথের অপরাজিত ১৪৫ ও মার্নাস লাবুশানের ১০৪ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৬৪ রান করেছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের টেস্ট কেরিয়ারে এটি তার ২৮তম শতরান ছিল। দীর্ঘদিন পরে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে শতরান করেছেন স্মিথ। উল্লেখ্য এর আগে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।
For all the latest Sports News Click Here